স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করবেন
Posted On:
27 SEP 2021 3:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করবেন। এ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের মূল ভাবনা হিমালয় অঞ্চলে বিপর্যয়ের বিবিধ প্রভাব। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র সমাপ্তি ভাষণ দেবেন। প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই, শ্রী অজয় কুমার মিশ্র ও শ্রী নিশিথ প্রমাণিক উপস্থিত থাকবেন।
হিমালয় অঞ্চলে ভূমিধ্বস, মেঘ ভাঙা বৃষ্টি, ভূমিকম্প এবং হিমবাহ হ্রদ ভেঙে গিয়ে বন্যার মতো বিভিন্ন বিপর্যয়ের প্রভাব নিয়ে টেকনিকাল সেশনে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এই বিশেষ সভায় এনডিএমএ – এর সদস্য ও আধিকারিক, স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সহ রাজ্য সরকার ও রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরাও যোগ দেবেন।
এনডিএমএ-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপদা মিত্র – প্রশিক্ষণ পদ্ধতির বিবরণ সম্বলিত নথি, অভিন্ন সতর্কীকরণ প্রোটোকল বা পদ্ধতি সম্পর্কিত নথিপত্র, ভূমিকম্প প্রতিরোধী পরিবেশ গড়ে তোলা এবং শৈত প্রবাহের নীতি-নির্দেশিকা প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এনডিএমএ সর্বোচ্চ প্রতিষ্ঠান। ২০০৫ সালের বিপর্যয় ব্যবস্থাপনা আইনে এনডিএমএ গঠন সহ রাজ্য ও জেলাস্তরে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার সংস্থান রয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মপরিকল্পনা ও নীতি-নির্দেশিকা প্রণয়নের দায়িত্ব এনডিএমএ – এর।
CG/BD/SB
(Release ID: 1758676)
Visitor Counter : 199