প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় সেনাবাহিনী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর কলকাতায় “বিজয় সংস্কৃতি মহোৎসব”-এর আয়োজন করেছে
प्रविष्टि तिथि:
23 SEP 2021 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের বিজয় উদযাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ভারত এবং বাংলাদেশের সাংস্কৃতিক যোগসূত্রকে তুলে ধরার জন্য সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ড ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর কলকাতায় “বিজয় সংস্কৃতি মহোৎসব”-এর আয়োজন করেছে। ভারতীয় সেনানী এবং মুক্তি যোদ্ধাদের ১৯৭১এর মুক্তি যুদ্ধের সময় বিভিন্ন শৌর্যের কাহিনী এই অনুষ্ঠানে তুলে ধরা হবে।
কলকাতার রবীন্দ্র সদনে ২৬ সেপ্টেম্বর বীর নারী, প্রাক্তন সেনানী, সংবাদ মাধ্যম, বিনোদন জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব এবং কলকাতার বিশিষ্টজনেদের উপস্থিতিতে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের প্রধান লেফ্টেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে মহোৎসবের উদ্বোধন করবেন। এখানে ফিউশন ব্যান্ড উপস্থাপনার পাশাপাশি বিশিষ্ট বাঙালী গায়ক-গায়িকারা বিভিন্ন ধরণের সঙ্গীত পরিবেশন করবেন। আরএসআর গোষ্ঠী ১৯৭১এর ভারত-পাক যুদ্ধের পটভূমিকায় রচিত একটি নাটক উপস্থাপিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পূর্বাঞ্চলীয় সেনা কম্যান্ডের অতীত দিনের বিভিন্ন গাড়ি ও যুদ্ধের সরঞ্জাম দেখতে পাবেন। এছাড়াও ফোর্ট উইলিয়াম দুর্গ নিয়ন্ত্রিতভাবে ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1757530)
आगंतुक पटल : 230