নির্বাচনকমিশন

অবাধ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন; নির্বাচনকে আরও সুগম করতে নীতি পরিকাঠামো সম্পর্কে আলোকপাত

Posted On: 21 SEP 2021 5:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ নির্বাচন-২০২১ সম্পর্কিত নীতির মূল্যায়ন এবং দিব্যাঙ্গ জনদের নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে আজ এক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক ছাড়াও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিক সহ কয়েকটি মন্ত্রক ও দিব্যাঙ্গজনদের বিভিন্ন সংস্থা এবং সরকারি সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে দিব্যাঙ্গজনদের আরও বেশি করে অংশগ্রহণ এবং তাঁদের ভোটার বান্ধব করার জন্য নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র বলেন, কমিশন প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণের ভূমিকার মূল্যায়ন করে। দিব্যাঙ্গজনরা তাঁদের প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচন পদ্ধতি সম্পর্কিত নীতি রূপায়নের ক্ষেত্রে অংশ নিয়ে থাকেন। তাঁদের মতামতগুলি গ্রহণ করে নির্দেশিকা তৈরির সময় তা অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার দিব্যাঙ্গ জনের কাছে আনন্দদায়ক এবং মর্যাদাপূর্ণ ভোটের অভিজ্ঞতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সমস্ত ভোটকেন্দ্রে রেম্প এবং হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। পর্যাপ্ত স্বেচ্ছাসেবককে ভোট কেন্দ্রে রাখা হয়।

নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, দিব্যাঙ্গ জনদের অধিকার আইন-২০১৬ অনুযায়ী একটি আইনি বাধ্যবাধকতা প্রদান করা হয়েছে যাতে তারা সমস্ত ভোটকেন্দ্রে অবাধে ভোট দিতে যেতে পারেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশের বিপুল সংখ্যক দিব্যাঙ্গ জন ভোটারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন উল্লেখযোগ্য অবদান রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

অপর নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে তাঁর বক্তব্যে উন্নত ডাটা প্রসেসিং, কমিউনিটির রেফারেল পয়েন্ট সনাক্তকরণ এবং নির্দিষ্ট নাগরিক গোষ্ঠী যেমন দিব্যাঙ্গ জন বা বয়স্ক নাগরিকদের জন্য নির্বাচন সহজতর করতে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তার উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সকলের যে সমান প্রবেশাধিকার রয়েছে তা নিশ্চিত করার প্রতি নির্বাচন কমিশন সর্বদাই সতর্ক।

মহাসচিব শ্রী উমেশ সিনহা বলেন, কমিশন যখন আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এটা জানা গেছে যে দেশে আজ পর্যন্ত ৭৭.৪ লক্ষ নিবন্ধিত দিব্যাঙ্গজন ভোটদাতা রয়েছেন।

এই সম্মেলনে চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার সহ দুই নির্বাচন কমিশনার বুকলেট, গাইড প্রভৃতি প্রকাশ করেন।

 

CG/ SB



(Release ID: 1756850) Visitor Counter : 195