বস্ত্রমন্ত্রক

২৮ হাজার ৩০০রও বেশি কারিগর এবং ১ লক্ষ ৪৯ হাজার ৪২২ জন তাঁতি জেম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন

Posted On: 20 SEP 2021 4:47PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  সেপ্টেম্বর, ২০২১

 

    তাঁতি ও কারিগড়দের উন্নত বাজারের সুবিধাদানের লক্ষ্যে জেম পোর্টালে নাম নথিভুক্তের জন্য এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এই পোর্টালে নাম নথিভুক্ত থাকলে তাদের পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এই উদ্যোগ গ্রহণের ফলে কারিগর, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তা, মহিলা, উপজাতি উদ্যোক্তা, হস্তচালিত তাঁত ও হস্তশিল্পে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর মতো ক্ষুদ্র বিক্রেতাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এতে তারা সরকারি বাজারে প্রবেশের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতেন, তা দূর হয়েছে।

    চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত ২৮ হাজার ৩৭৪ জন কারিগর এবং ১ লক্ষ ৪৯ হাজার ৪২২ জন তাঁতি জেম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। ২০২০ সালের জুলাই মাসে তাঁতি ও কারিগড়দের অন বোর্ডিং এবং বিক্রেতা হিসেবে নাম নথিভুক্তের জন্য বিশেষ উদ্যোগ নেয় জেম।হ্যান্ডলুম উন্নয়ন কমিশন কার্যালয় এবং হস্তশিল্প উন্নয়ন কমিশনারের আধিকারিকদের সহায়তায় জেম এই কাজ শুরু করে। ৫৬টি হস্তশিল্প পরিষেবা কেন্দ্র এবং ২৮টি তাঁতি পরিষেবা কেন্দ্র থেকে আধিকারিকদের নিয়ে এই নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যান্ডলুম পণ্যের জন্য ২৮টি সুনির্দিষ্ট পণ্য বিভাগ তৈরি করা হয়েছে। একইসঙ্গে হস্তশিল্প পণ্যের জন্য ১৭০টি পণ্য বিভাগ রাখা হয়েছে। ভারতীয় হ্যান্ডলুমের জন্য একটি নির্দিষ্ট ওয়েব ব্যানার ও বিপণন পেজ তৈরি করা হয়েছে। সেটি হল- https://gem.gov.in/landing/landing/india_handloom  । ভারতীয় হস্তশিল্পের পণ্যগুলি তুলে ধরার জন্য আরও একটি ওয়েব পেজ তৈরি করা হয়েছে। সেটি হল- https://gem.gov.in/india-handicraft ।

    এই পদক্ষেপ গ্রহণের ফলে সরকারি ক্রেতাদের মধ্যে তাঁত ও হস্তশিল্পজাত পণ্যের প্রচার বৃদ্ধি পাবে। এমনকি তাঁতি ও কারিগরদের তৈরি পণ্য সরাসরি বিক্রির সুযোগ থাকবে। এতে মধ্যস্থতাভোগী ছাড়াই কেনা-বেচা করা যাবে। ফলে আত্মনির্ভর ভারত গঠনের পথ সুনিশ্চিত হবে এবং  #আমরাহ্যান্ডলুমআমারগর্ব, #ভোকালফরলোকাল ও মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন সার্থক হবে। 

 

CG/SS /NS



(Release ID: 1756571) Visitor Counter : 173