প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তরাখন্ডের পিথরাগড়ে ভারত-নেপাল যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণ

Posted On: 20 SEP 2021 3:18PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  সেপ্টেম্বর, ২০২১

 

        পঞ্চদশ ভারত-নেপাল যুগ্ম ব্যাটেলিয়ান আজ উত্তরাখন্ডের পিথরাগড়ে ভারত-নেপাল যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণের সূচনা করেছে। মহড়ায় ভারতীয় সেনাবাহিনী ও নেপালী সেনাবাহিনীর একটি করে ইনফ্যানট্রি ব্যাটেলিয়ান অংশ নিয়েছে। প্রশিক্ষণে সন্ত্রাসবাদ ও বিপর্যয় মোকাবিলায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে  নেবেন। চিরাচরিত প্রথা অনুযায়ী ভারতীয় ও নেপালী সেনাবাহিনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় প্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এসএস মহাল প্রশিক্ষণরত সকলককে এই মহড়ায় স্বাগত জানান এবং নিজেদের শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলি ভাগ করে নেওয়ার পরামর্শ দেন। শনিবার পিথোরাগড়ে নেপালী সেনাবাহিনীর সদস্যরা এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। দুই বাহিনীর ৬৫০ জন সদস্য মহড়ায় যোগ দিয়েছেন।   

 

CG/CB /NS


(Release ID: 1756498) Visitor Counter : 261