বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

MyGov ভারতীয় স্টার্টআপ এবং প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য গ্রহমণ্ডলীর নক্সা উদ্ভাবনের বিষয়ে প্রতিযোগিতার সূচনা করেছে

Posted On: 17 SEP 2021 1:54PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৭ সেপ্টেম্বর, ২০২১

 

বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাধীন MyGov ইন্ডিয়া গত সপ্তাহে ভারতীয় স্টার্টআপ এবং প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য গ্রহমণ্ডলীর নক্সা উদ্ভাবনের বিষয়ে প্রতিযোগিতার সূচনা করেছে। আগুমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং মার্জড রিয়েলিটি (এমআর) সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি দেশীয় পদ্ধতিতে গ্রহমণ্ডলীর নক্সার ওপর একটি সফটওয়ার তৈরির উদ্দেশ্যে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

চন্দ্রযান উৎক্ষেপণের মাধ্যমে অনুপ্রাণিত হয়েই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো MyGov –এর সঙ্গে যৌথভাবে ২০১৯ সালে এক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়, শিক্ষার্থীদের অভিভাবক এবং উৎসাহী পরামর্শদাতারা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের জন্য ইসরোর কন্ট্রোল রুম থেকে চন্দ্রযান দুই-এর অবতরণ সরাসরি দেখার ব্যবস্থাও করেছিল। 

ইসরো সেই একই ধরণের ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। MyGov ইন্ডিয়া প্ল্যাটফর্মে ১১ সেপ্টেম্বর থেকে গ্রহমণ্ডলীর নক্সা বিষয়ে উদ্ভাবন সমস্যার সমাধান ক্ষেত্রে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। গ্রহমণ্ডলীর নক্সা তৈরির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি বিকাশের জন্য স্টার্টআপ সংস্থা এবং প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তাদের কাছ থেকে এই আবেদন চাওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫, ৩ এবং ২ লক্ষ টাকা নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হবে। গ্রহমণ্ডলীর নক্সা তৈরি ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠতেই এবং প্রগতিশীল ডিজিটাল ক্ষেত্রে রূপান্তর নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

CG/SS/SKD/


(Release ID: 1755864) Visitor Counter : 240