প্রতিরক্ষামন্ত্রক

বায়ুসেনার প্রধান সেন্ট্রাল এয়ার কম্যান্ডের সদর দপ্তর সফর করেছেন

Posted On: 17 SEP 2021 10:01AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  সেপ্টেম্বর, ২০২১

 

        বায়ুসেনার প্রধান এয়ারচিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া ১৬ সেপ্টেম্বর প্রয়াগরাজে সেন্ট্রাল এয়ার কম্যান্ডের সদর দপ্তর সফর করেছেন। তিনি কম্যান্ডার্সের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁকে সেন্ট্রাল এয়ার কম্যান্ডের প্রধান এয়ার মার্শাল আর জে ডাকওয়ার্থ স্বাগত জানান।

        কম্যান্ডার্সের সম্মেলনে শ্রী ভাদৌরিয়া সব ধরণের প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি সাইবার নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করেন। অস্ত্র সম্ভারের পরিচালনা সহ সম্ভাব্য সব ধরণের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সম্প্রতি সেন্ট্রাল কম্যান্ড এলাকায় বন্যা কবলিত অঞ্চলে অসামরিক প্রশাসনকে ত্রাণ কাজে সাহায্য করায় তিনি কম্যান্ডের সদস্যদের প্রশংসা করেন। নিরাপদ উড়ান পরিবেশ নিশ্চিত করার জন্য কম্যান্ডারদের আহ্বান জানানোর পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর আত্মনির্ভর হয়ে ওঠা ও দেশীয় প্রযুক্তির ব্যবহারের ওপর শ্রী ভাদৌরিয়া গুরুত্ব দেন।

 

CG/CB /NS



(Release ID: 1755861) Visitor Counter : 114