বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

নির্মাণ কাজে ব্যবহৃত বর্জ্য দ্রব্য দিয়ে তৈরি অধিক শক্তিশালী কম কার্বনযুক্ত ইঁট

Posted On: 16 SEP 2021 12:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

বিজ্ঞানীরা নির্মাণ কাজে ব্যবহৃত বর্জ্য দ্রব্য এবং অ্যালকালি অ্যাক্টিভেটেড বাইন্ডার দিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার করে এক ধরনের শক্তিশালী ইঁট তৈরি করেছেন। এগুলিকে

কম কার্বনযুক্ত ইঁট বলা হচ্ছে। এই জাতীয় ইঁট পোড়ানোর ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে না। এই ইঁট ব্যবহার করে প্রাচীর নির্মাণের ক্ষেত্রে  সিমেন্টেরও  প্রয়োজন হবে না।

প্রচলিতভাবে বাড়ি বা প্রাচীর নির্মাণ করার ক্ষেত্রে পোড়ামাটির ইঁট বা ফ্লাই অ্যাশ ইঁট সহ বিভিন্ন ধরনের ইট ব্যবহার করা হয়। এইসব ইট তৈরির সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। ভারতে বছরে ইঁট এবং ব্লক্স মিলিয়ে প্রায় ৯০০ মিলিয়ন টন ব্যবহার করা হয়। এর পাশাপাশি নির্মাণ শিল্পে বছরে আরও ৭০-১০০ মিলিয়ন টন এর প্রয়োজন হয়।

 ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে এই ধরনের ইট তৈরির ক্ষেত্রে নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে।

তাদের সাহায্য নিয়েই একটি শিল্পোদ্যোগ সংস্থা এই ধরনের কম কার্বনযুক্ত ইঁট আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে উৎপাদন করতে শুরু করবে বলে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স- এর অধ্যাপক বি ভেঙ্কটরামা রেড্ডি আশা প্রকাশ করেছেন।

 

CG/ SB


(Release ID: 1755571) Visitor Counter : 242


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu