শিল্পওবাণিজ্যমন্ত্রক

এফটিএ নিয়ে পয়লা নভেম্বরের মধ্যে ভারত ও বৃটেনের উদ্যোগ

Posted On: 14 SEP 2021 3:37PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪  সেপ্টেম্বর, ২০২১

 

        ভারত ও বৃটেন নভেম্বরের মধ্যে এফটিএ-নিয়ে আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে। উভয় পক্ষ একটি অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নে অগ্রাধিকার দিয়েছে যা পরবর্তীতে সর্বাঙ্গীন চুক্তি তৈরিতে সহায়ক হবে। কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল এবং বৃটেনের বাণিজ্য দপ্তরের সেক্রেটারি অফ স্টেট মিস এলিজাবেত ট্রুস এফটিএ সহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় এই তথ্য জানান। ভারত ও বৃটেনের মধ্যে প্রস্তাবিত এফটিএ ব্যবসা-বাণিজ্যের আরও সুযোগ এনে দেবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।  

        কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানান এফটিএ নিয়ে ভারত ও বৃটেনের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। চৌঠা মে দুই দেশের প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যে অংশীদারিত্ব বাড়ানোর জন্য যে ঘোষণা করেছিলেন তার ফলশ্রুতিতে বিভিন্ন ক্ষেত্রে কাজে অগ্রগতি হয়েছে। শ্রী গোয়েল আরও জানান, দুই পক্ষই আলোচনা দ্রুত শেষ করতে আগ্রহী। এর আর্থিক সুফল যাতে ব্যবসায়ীদের কাছে পৌঁছায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রী গোয়েল জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আলোচনার পরই এ সংক্রান্ত নথি প্রকাশ করা হয়েছে। শ্রী গোয়েল আশা করেন এফটিএ-র প্রথম ধাপ হিসেবে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি রূপায়ণের ফলে উভয়পক্ষ উপকৃত হবে। দুটি দেশ নির্দিষ্ট কিছু পণ্য এবং পরিষেবায় এর সুফল পাবে। ভারত এফটিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করতে অঙ্গীকারবদ্ধ।

 

CG/CB/NS



(Release ID: 1754915) Visitor Counter : 183