প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নেভাল অ্যাভিয়েশনকে প্রেসিডেন্ট কালার প্রদান

Posted On: 06 SEP 2021 2:33PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬  সেপ্টেম্বর, ২০২১

 

    দেশের স্বশস্ত্র বাহিনীর সর্বাধীনায়ক রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ গোয়ায় আইএনএস হানসায় ভারতীয় নেভাল অ্যাভিয়েশনকে প্রেসিডেন্ট কালার প্রদান করেছেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গোয়ার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পর্যটন, বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শান্তি এবং যুদ্ধ উভয় ক্ষেত্রেই দেশে ব্যতিক্রমী কাজের জন্য স্বীকৃতি স্বরূপ একটি সামরিক ইউনিটিকে প্রেসিডেন্ট কালার প্রদান করা হয়। ন্যাভাল অ্যাভিয়েশন গত সাত দশকে দেশের জন্য উল্লেখযোগ্য এবং বীরত্বপূর্ণ কাজ করেছে। অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি আইএনএস বিক্রান্তের গৌরবময় অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় আইএনএস বিক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেশেই হোক বা বিদেশে, মানবিক সহায়তা দান এবং দুর্যোগ মোকাবিলায় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ন্যাভাল অ্যাভিয়েশন উল্লেখযোগ্য কাজ করে চলেছে। রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যকে সামনে রেখে ভারতীয় নৌবাহিনীর দেশীয়করণের প্রচেষ্টার প্রশংসা করেন। ন্যাভাল অ্যাভিয়েশন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি, অত্যাধুনিক দেশীয় অস্ত্র, সেন্সার এবং নৌ-বিমান ব্যবহারের সুবিধাগুলির কথাও উল্লেখ করেন। রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য আধিকারিক ও নাবিকদের অভিনন্দন জানান। 

 

CG/SS/NS


(Release ID: 1752635) Visitor Counter : 175