স্বরাষ্ট্র মন্ত্রক

“নাশকতা মুক্ত সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত” গড়ার প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে আরেকটি মাইল ফলক - কার্বি চুক্তি : শ্রী অমিত শাহ

Posted On: 04 SEP 2021 6:36PM by PIB Kolkata

নতুন দিল্লি৪ সেপ্টেম্বর২০২১  

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহর উপস্থিতিতে আজ নতুন দিল্লিতে আসামের ভৌগলিক অখন্ডতা নিশ্চিত করতে দীর্ঘ দিনের সমস্যার সমাধানে ঐতিহাসিক কার্বি আংলং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মাকেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালকেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাইকার্বি আংলং স্বায়ত্ব শাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী শ্রী তুলিরাম রংহংকার্বি লোংরি নর্থ কাছাড় হিলস লিবারেশন ফ্রন্টপিপলস ডেমক্রেটিক কাউন্সিল অফ কার্বি লোংরিইউনাইটেড পিপলস লিবারেশন আর্মিকার্বি পিপলস লিবারেশন টাইগার্সের প্রতিনিধিরা ছাড়াও  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও আসাম সরকারের উচ্চ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।    

শ্রী শাহ বলেনআসামের শান্তি ও সমৃদ্ধির জন্য আজ কার্বি আংলং চুক্তি স্বাক্ষরিত হল। আসামের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মোদী সরকার কার্বি অঞ্চলের উন্নয়নে ১০০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর শ্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দেন। এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিয়ে থাকে। যারা হিংসার পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসবেনতাদের দাবিগুলি আরো বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করাই মোদী সরকারের মূল নীতি। এই নীতির কারণে আমরা দীর্ঘ দিনের সমস্যাগুলি থেকে রেহাই পাচ্ছি।

কার্বি চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc20219421.pdf

 

CG/CB/SFS



(Release ID: 1752255) Visitor Counter : 261