প্রতিরক্ষামন্ত্রক
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মানববিহীন মহাকাশ যান প্রকল্পে চুক্তি স্বাক্ষর করেছে
Posted On:
03 SEP 2021 12:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২১
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্যিক উদ্যোগ (ডিটিটিআই) ক্ষেত্রে গঠিত বিমান চলাচল ব্যবস্থাপনায় যৌথ কার্যকরি গোষ্ঠীর আওতায় এয়ার লঞ্চ আনম্যানড এরিয়াল ভেহিকেলস (এএলইউএভি) বা মানববিহীন মহাকাশ যান– এর জন্য একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্প চুক্তি অনুযায়ী ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এএলইউএভি’র জন্য গবেষণা উন্নয়ন, পরীক্ষা ও মূল্যায়নের কাজ করবে। এর ফলে, প্রতিরক্ষা ক্ষেত্রে সরঞ্জামগুলির বিকাশ সহ দুই দেশের মধ্যে প্রযুক্তি সহযোগিতাও বৃদ্ধি পাবে। এতে ভারত ও মার্কিন সামরিক বাহিনীর ভবিষ্যৎ প্রযুক্তি ক্ষেত্রে একাধিক সুযোগ সৃষ্টি হবে। ডিটিটিআই – এর আওতায় স্থল, নৌ, বিমান ও পণ্যবাহী বিমানের প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।পাশাপাশি এই প্রকল্প চুক্তিতে ভারতীয় বিমান বাহিনীর আওতাধীন বিমান বাহিনী গবেষণা পরীক্ষাগার এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় বজায় রেখে এএলইউএভি ক্ষেত্রের বিকাশ সাধনে একাধিক কর্মকান্ড পরিচালিত হবে।
CG/SS/SB
(Release ID: 1752138)
Visitor Counter : 234