কয়লামন্ত্রক
খনি মন্ত্রকের আওতাধীন কোল ইন্ডিয়া লিমিটেড সবুজায়নের পথে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে, ডাম্পারগুলিতে ডিজেলের পরিবর্তে এলএনজি ব্যবহারের জন্য পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে
Posted On:
01 SEP 2021 4:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২১
খনি মন্ত্রকের আওতাধীন কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) কার্বন নিঃসরণ কমাতে সবুজায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সিআইএল ডাম্পারগুলিতে ডিজেল ব্যবহার করার পরিবর্তে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বিশ্ব সর্ববৃহৎ এই কয়লা খনিতে পরিবহণে নিযুক্ত বড় বড় ট্রাক, ডাম্পারগুলিতে বছরে ৪ লক্ষ কিলো লিটারেরও বেশি ডিজেল ব্যবহার করা হয়। এর জন্য বার্ষিক ৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি খরচ হয়। জিএআইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং বিইএমএল লিমিটেডের সঙ্গে যৌথভাবে সিআইএল ডাম্পারগুলিতে এলএনজি ব্যবহারের জন্য একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে। মহানদী কোলফিল্ড লিমিটেড - এ এই প্রকল্প চলবে। এর জন্য সিআইএল গেইল ও বিইএমএল – এর সঙ্গে এক সমঝোতা স্বাক্ষর করেছে। এই এলএনজি ব্যবহারের মূল উদ্দেশ্য হ’ল পরিবেশে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনা ও সবুজ পৃথিবী গড়ে তোলা।
প্রাথমিকভাবে এই প্রকল্প যদি সফল হয়, আগামী দিনে এটি গেম চেঞ্জার হয়ে উঠবে। সিআইএল আড়াই হাজারেরও বেশি ডাম্পারে এলএনজি ব্যবহার করবে। এতে সংস্থার ডিজেল খরচ ৭৫ থেকে ৬৫ শতাংশে নেমে আসবে। এমনকি, জ্বালানী খরচও প্রায় ১৫ শতাংশ হ্রাস পাবে। পাশাপাশি, প্রায় বার্ষিক ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে সংস্থার। সিআইএল –এর কার্যনির্বাহী অধিকর্তা জানিয়েছেন, এই প্রকল্প মাধ্যমে সংস্থার লাভ হবে। আপাত ৯০ দিন পরীক্ষামূলকভাবে এর কাজ চলবে। উল্লেখ্য, বিশ্বব্যাপী খনিতে ব্যবহৃত ডাম্পার নির্মাতা সংস্থাগুলি এখন দ্বৈত জ্বালানী ব্যবস্থাপনা যুক্ত ইঞ্জিন তৈরির দিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ, এই ডাম্পারে এখন এলএনজি ও ডিজেল দুই ধরনের জ্বালানীই ব্যবহার করা যাবে। সিআইএল – এর এই প্রয়াস আগামী দিনে খনি ক্ষেত্রে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে।
CG/SS/SB
(Release ID: 1751206)
Visitor Counter : 221