অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়র – ইন্দোরের মধ্যে প্রথম বিমান চলাচলের সূচনা করেছেন
ইন্দোর – দুবাই বিমান চলাচল আবারও শুরু
प्रविष्टि तिथि:
01 SEP 2021 1:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২১
অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দপ্তরের প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত) জেনারেল ডঃ ভি কে সিং এবং দপ্তরের সচিব শ্রী প্রদীপ খারোলা আজ ভার্চ্যুয়াল পদ্ধতিতে দুটি বিমান পরিষেবার সূচনা করেন। ইন্ডিগোর গোয়ালিয়র থেকে ইন্দোর হয়ে নতুন দিল্লি পর্যন্ত নতুন বিমান পরিষেবার সূচনা ছাড়াও এয়ার ইন্ডিয়ার ইন্দোর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হ’ল।
অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রী এবং সাংসদ ও বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন দিল্লির রাজীব গান্ধী ভবন থেকে অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ভারতের বিমান বন্দর কর্তৃপক্ষের পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রী সিন্ধিয়া বলেন, ইন্দোর-গোয়ালিয়র-দিল্লি’র মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার ফলে মধ্যপ্রদেশের এই দুটি শহর উপকৃত হবে। গত ৫৩ দিনে মধ্যপ্রদেশ ৫৮টি নতুন বিমান পেয়েছে। ইন্দোরের সঙ্গে আগে মাত্র ৮টি শহরের মধ্যে বিমান চলাচল করতো, বর্তমানে তা বেড়ে হয়েছে ১৩। গোয়ালিয়র থেকে এখন ৪টির বদলে ৬টি শহরে বিমান চলাচল করছে।
সুন্দর দুর্গ, মন্দির, স্মৃতিসৌধ, সংগ্রহশালা এবং রাজপ্রাসাদের জন্য গোয়ালিয়র পরিচিত। এই শহরের সঙ্গে বিমান চলাচল বৃদ্ধি পাওয়ায় শুধু যে সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে তাই নয়, সমগ্র অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। এয়ার ইন্ডিয়া বর্তমানে ভোপাল, ইন্দোর, জব্বলপুর এবং বিলাসপুর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিমান পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও, ২০১৯ সাল থেকে ইন্দোর ও দুবাইয়ের মধ্যে সরাসরি বিমান চলাচল করছে।
CG/CB/SB
(रिलीज़ आईडी: 1751185)
आगंतुक पटल : 268