উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
30 AUG 2021 8:05AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু জন্মাষ্টমীর পবিত্র মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, "জন্মাষ্টমীর পবিত্র মুহূর্তে আমি দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ভগবান কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। ভগবান বিষ্ণুর আটটি অবতারের রূপ হিসেবে ভগবান শ্রী কৃষ্ণ পূজিত হয়ে থাকেন। ভগবত গীতায় উদ্ভাসিত ভগবান কৃষ্ণের শাশ্বত বার্তা আন্তরিকতা এবং কোন পরিনাম ছাড়াই আমাদের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেয়। ভগবান কৃষ্ণের এই বার্তা সমগ্র মানব জাতির কাছে প্রেরণা উৎস হয়ে থেকেছে।
পবিত্র এই দিনে আসুন আমরা নিষ্ঠার পাশাপাশি ন্যায়ের পথে চলার লক্ষ্যে নিজেদের দায়িত্ব পালনে দৃঢ় সংকল্প গ্রহণ করি।
জন্মাষ্টমী সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। কিন্তু এবছর আমাদের মহামারীর প্রেক্ষিতে উৎসব উদযাপনে সতর্কতা অবলম্বন করতে হবে। যাবতীয় কোভিড আদর্শ-বিধি কঠোর ভাবে মেনে অনুষ্ঠানে নিজেদের সামিল হতে হবে। পবিত্র জন্মাষ্টমী দেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি নিয়ে আসুক।"
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1750508)
आगंतुक पटल : 222