বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী শ্রী আর কে সিং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন

সমস্ত সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন

Posted On: 27 AUG 2021 10:50AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ আগস্ট, ২০২১

 

ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী শ্রী আর কে সিং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি সমস্ত সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন। এসংক্রান্ত চিঠি তিনি বিভিন্ন মন্ত্রকের প্রতিমন্ত্রীদেরও দিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সরকারি দপ্তরে বর্তমানে প্রচলিত পেট্রোল বা ডিজেল চালিত যানবাহনের বদলে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ধরনের সরকারি পদক্ষেপ সাধারণ মানুষের কাছেও একটা দৃষ্টান্ত স্থাপন করবে। শুধু তাই নয়, তাদের ই-মোবিলিটিতে যেতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। ভারত সরকারের এই উদ্যোগটি  একটি গো ইলেকট্রিক ক্যাম্পেইনের অংশ। এর ফলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার যেমন বাড়বে তেমনি, দূষণ এবং নির্গমন হ্রাস পাবে। শক্তির নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধি পাবে।

 

CG/ SB



(Release ID: 1749637) Visitor Counter : 162