নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক "আজাদী কা অমৃত মহোৎসব" উদযাপন করছে
Posted On:
23 AUG 2021 1:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ আগস্ট, ২০২১
নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত "আজাদী কা অমৃত মহোৎসব" উদযাপন করছে।
সপ্তাহব্যাপী উৎসবের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী কুসুম এবং রুফটপ সোলার ফেজ- টু এই প্রকল্প দুটি সুবিধাভোগীদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টা নেওয়া হবে। এই দুটি প্রকল্প ২০১৯ সালের মার্চ মাসে চালু হয়েছিল এবং অধিকাংশ রাজ্যেই তা বাস্তবায়িত করা হয়েছে।
"আজাদী কা অমৃত মহোৎসব"- অনলাইন অনুষ্ঠান ছাড়াও প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের আলোচনা সভা, ওয়েবিনার, প্যানেল ডিসকাশন এবং সুবিধা ভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হবে। কোভিড-১৯ সম্পর্কিত যাবতীয় প্রটোকল মেনে অনুষ্ঠান গুলি করা হবে।
বিভিন্ন রাজ্য সরকারও এই সপ্তাহ উদযাপনের ব্যবস্থা করেছে। এজন্য নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চন্ডীগড় রিনিউয়েবল এনার্জি সোসাইটি ( সিআরইএসটি ) সুবিধা ভোগীদের নাম নথিভুক্তের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করছে। এর পাশাপাশি রুফটপ প্রকল্পেরও আবেদনপত্র প্রক্রিয়াকরণে কাজ শুরু করছে।
সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে সৌরদূতরা রুফটপ প্রকল্পের সঙ্গে যুক্ত ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং এই প্রকল্পের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। কোনো ব্যক্তিবিশেষের বাড়ি অথবা কোন কার্যালয়ের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল ব্যবহার করে জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহার করলে প্রচলিত বিদ্যুৎ ব্যবহার বাবদ খরচ কতটা বাঁচবে সে সম্পর্কে আলোকপাত করা হবে।
যে সমস্ত ক্রেতারা তাঁদের বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়েছেন তাঁরা সেই প্যানেলসহ নিজেদের ছবি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন।
সরকারি এই দুটি প্রকল্পের উপকারিতা সম্পর্কে সুবিধাভোগীদের মতামত ভিডিও মেসেজের মাধ্যমে তুলে ধরা হবে। যে সব সুবিধাভোগী ইতিমধ্যেই সৌর রুফটপ বসিয়েছেন এবং সেখান থেকে সুবিধা পাচ্ছেন তাদের জন্য বেশকিছু সুযোগ দেওয়া হবে। এ সম্পর্কিত তথ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা হবে।
এখনো পর্যন্ত ২০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সৌর শহর হিসেবে বিকশিত হয়েছে। এছাড়াও কোনারক ও মোধেরা, এই দুটি সূর্য মন্দির স্থান হিসেবে পরিচিত সৌর শহর হিসেবে বিকশিত হওয়ার পথে রয়েছে।
সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে সুবিধাভোগী এবং গ্রাম স্তর পর্যন্ত শিল্পোদ্যোগীদের নিয়ে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে মহিলারাও অংশ নেবে। অচিরাচরিত জ্বালানির প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁদের অবহিত করা হবে।
উত্তরপ্রদেশ, আসাম, জম্মু-কাশ্মীর এবং মিজোরামের সুবিধাভোগীদের সঙ্গে একটি মত বিনিময় সেশনের ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। এই প্রকল্পের আওতায় একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের অধীনে স্বতন্ত্র সৌর পাম্প উপাদান এবং উৎপাদনশীল কাজে সৌরশক্তি ব্যবহার করার বিধান রয়েছে। এ সম্পর্কেও একটি অনলাইন সেশনের ব্যবস্থা করা হয়েছে।
বেশকিছু রাজ্যে বিক্রেতারাও এই প্রকল্প গুলির সম্পর্কে প্রচার এবং সচেতনতা অভিযান করবেন বলে জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1748401)
Visitor Counter : 253