ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

হলমার্কিং প্রকল্প বিরাট সাফল্য লাভ করেছে

Posted On: 21 AUG 2021 5:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ অগাস্ট ,২০২১

 

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস(বিআইএস)-এর মহানির্দেশক ভারতে অলংকার ক্ষেত্রে হলমার্কিং-এর অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হলমার্কিং প্রকল্প দ্রুত সাফল্য লাভ করেছে । খুব অল্প সময়ের মধ্যে ১ কোটির বেশি অলংকারে হলমার্ক করা হয়েছে । তিনি জানান, খুব কম সময়ের মধ্যে ৯০,০০০ অলংকার প্রস্তুতকারী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন । মহানির্দেশক আরও বলেন, অলংকার প্রস্তুতকারীদের সমর্থন ও সহযোগিতার কারণে এই প্রকল্পটি খুব অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করেছে । চলতি বছরের পয়লা জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৯১,৬০৩ জন অলংকার প্রস্তুতকারী নাম নথিভুক্ত করেছেন । পাশাপাশি অলংকারে  হলমার্কিংয়ের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ।

 হলমার্কিং-এর এই গতি প্রসঙ্গে বিআইএস-এর মহানির্দেশক জানান, চলতি বছরের পয়লা জুলাই থেকে ১৫-ই জুলাই পর্যন্ত যেখানে ১৪.২৮ লক্ষ গহনার হলমার্কিং হয়েছিল, পয়লা অগাস্ট থেকে ১৫-ই অগাস্ট পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে ৪১.৮১ লক্ষ হয়েছে । ২০ অগাস্ট শুধুমাত্র এক দিনেই ৩ লক্ষ ৯০ হাজার গহনার হলমার্ক করা হয়েছে । যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে এক বছরের মধ্যে ১০ কোটি গহনার হলমার্ক করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না । তিনি বলেন, সরকার অলংকার শিল্পের প্রসারে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে । এই শিল্পের দাবিদাওয়ার প্রতি সরকার যথেষ্ট সংবেদনশীল । কেন্দ্রীয় মন্ত্রক, উপভোক্তা বিষয়ক বিভাগ গহনায় বাধ্যতামূলকভাবে হলমার্কিং-এর প্রকল্প চালু করার আগে একটি উচ্চস্তরীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ইতিমধ্যে এই কমিটির তিনটি বৈঠকও হয়েছে । গহনায় বাধ্যতামূলক হলমার্কিং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য কমিটির সুপারিশকৃত ব্যবস্থা গ্রহণে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয় । এই কমিটি কিছুদিন আগে সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে । অলংকার নির্মাতা, পাইকেরী বিক্রেতা, খুচরো বিক্রেতা, উপভোক্তা গোষ্ঠী এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গহনা শিল্পের সঙ্গে যুক্ত কিছু অংশ যে ধর্মঘটের ডাক দিয়েছে, তার তীব্র নিন্দা জানান বিআইএস-এর মহানির্দেশক । তিনি বলেন, যেভাবে এই হলমার্কিং প্রকল্পে সাফল্য এসেছে এবং খুব অল্প সময়ের মধ্যে ১ কোটিরও বেশি গহনার হলমার্কিং প্রক্রিয়া শেষ হয়েছে,তার পর এই প্রকল্প স্থগিতা বা প্রত্যাহার করে নেওয়ার কোন প্রশ্নই আসে না । অলংকার শিল্পের সঙ্গে যুক্ত সকল সদস্যদের এই প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি । পাশাপাশি ধর্মঘট বা এই ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আর্জিও জানান বিআইএস-এর মহানির্দেশক । তিনি বলেন, সরকার তাদের প্রকৃত দাবিদাওয়াগুলি মেটানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ । 

 

CG/SS/NR



(Release ID: 1747934) Visitor Counter : 289