স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে ক্রমবর্ধিত ভাবে এ পর্যন্ত ৫৭ কোটি ২২ লক্ষ করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ল্যান্ডমার্ক অতিক্রম করেছে


গত ২৪ ঘন্টায় ৫৪ লক্ষ ৭১ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে

সুস্থতার হার বর্তমানে হয়েছে ৯৭.৫৪ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৭১ জন

ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা (৩,৬৩,৬০৫) মোট আক্রান্তের ১.১২ শতাংশ, মার্চ ২০২০ থেকে যা সর্বনিম্ন

দৈনিক আক্রান্তের হার (১.৯৪%) বিগত ২৫ দিন ধরে যা ৩ শতাংশের নিচে

Posted On: 20 AUG 2021 9:59AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ আগষ্ট, ২০২১

 

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ৫৭ কোটি ২২ লক্ষ অতিক্রম করেছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১। 

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ৫৭ কোটি ২২ লক্ষ ৮১ হাজার ৪৮৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। 

আজ সকাল সাতটায় পাওয়া তথ্য অনুযায়ী ৬৩,৫৬,৭৮৫ টি সেসনের মাধ্যমে গত ২৪ ঘন্টায় ৫৪ লক্ষ ৭১ হাজার ২৮২ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৫২ হাজার ৪৭৯ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৮১ লক্ষ ৭৪ হাজার ৯৫০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮২ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ২৪ লক্ষ ৩৫ হাজার ২৮০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ২১ কোটি ১৬ লক্ষ ৬১ হাজার ৮৫৬ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৭৯ লক্ষ ৮১ হাজার ১২৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১২ কোটি ১৩ লক্ষ ৬০ হাজার ৫৯৯ জন প্রথম ডোজ এবং ৪ কোটি ৭৭ লক্ষ ৭৭ হাজার ৭০৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৮ কোটি ২৮ লক্ষ ১২ হাজার ৬০৯ জন প্রথম ডোজ এবং ৪ কোটি ১৪ লক্ষ ২৬ হাজার ৩৯৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।

করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি,১৫ লক্ষ, ৬১ হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৫৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৭.৫৪ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৫৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ৫৪ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।

দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫। বর্তমানে মোট আক্রান্তের চেয়ে যা ১.১২ শতাংশ। মার্চ ২০২০ থেকে যা সর্বনিম্ন।

গত ২৪ ঘন্টায় দেশে মোট ১৮,৮৬,২৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৫০ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৭০২ টি নমুনা পরীক্ষা হয়েছে।

বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.৯৩ শতাংশ। যা বিগত ৫৬ দিন ধরে ৩ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ১.৯৪ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ২৫ দিন ধরে ৩ শতাংশের এবং লাগাতার ৭৪ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে।

 

CG/ SB



(Release ID: 1747663) Visitor Counter : 184