খনিমন্ত্রক
azadi ka amrit mahotsav

খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রত্যাশিত কাজ পরিচালনায় বেসরকারি খনিজ সম্পদ অনুসন্ধানকারী সংস্থাগুলির স্বীকৃতির বিষয়ে খনি মন্ত্রক প্রকল্প গ্রহণ করেছে

Posted On: 18 AUG 2021 2:04PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৮ আগস্ট, ২০২১

 

খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রত্যাশিত কাজ পরিচালনায় বেসরকারি খনিজ সম্পদ অনুসন্ধানকারী সংস্থাগুলির স্বীকৃতির বিষয়ে খনি মন্ত্রক প্রকল্প গ্রহণ করেছে। ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং অফ দ্য কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (কিউসিআই-এনএবিইটি) এই বেসরকারি খনিজ সম্পদ অনুসন্ধানকারী সংস্থাগুলির স্বীকৃতির জন্য এই প্রকল্প তৈরি করেছে। মূলত কিউসিআই-এনএবিইটি প্রকল্পের মান নির্ধারণ করে থাকে। পাশাপাশি খনিজ সম্পদ উত্তোলনের কাজ পরিচালনার জন্য বেসরকারি সংস্থাগুলিকে স্বীকৃতি দেয়। বেসরকারি খনিজ সম্পদ উত্তোলনকারী সংস্থাগুলির স্বীকৃতি দানের জন্য খনি মন্ত্রক - https://www.mines.gov.in/writereaddata/UploadFile/orderdated12aug2021enclosures.pdf ওয়েবসাইটে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রকাশ করেছে। 

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ ১৯৫৭ সালের খনি ও খনিজ (উন্নয়ন এবং নিয়ন্ত্রণ) বিধি পরিবর্তন করা হয়েছে। দেশে খনিজ সম্পদ অন্বেষণের ক্ষেত্রে গতি বৃদ্ধির লক্ষ্যে এই সংশোধন আনা হয়েছে। বর্তমানে শুধুমাত্র সরকারি সংস্থাগুলি খনিজ সম্পদ অনুসন্ধানের কাজে যুক্ত। সরকারের বর্তমান পদক্ষেপ গ্রহণের ফলে খনিজ সম্পদ অনুসন্ধান ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এতে দেশের আর্থিক বিকাশের সম্ভাবনা উন্মোচিত হবে। পাশাপাশি খনিজ সম্পদ অন্বেষণে গতি বাড়বে এবং নতুন কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে।

 

CG/SS/SKD/


(Release ID: 1747341) Visitor Counter : 212