উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তর পূর্বাঞ্চল কৃষি বিপণন নিগম লিমিটেড-কে পুনরুজ্জীবিত করার অনুমোদন দিয়েছে
Posted On:
18 AUG 2021 4:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ আগস্ট, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিইএ) উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘উত্তর পূর্বাঞ্চাল কৃষি বিপণন নিগম লিমিটেড’-কে পুনরুজ্জীবিত করে তোলার জন্য ৭৭.৪৫ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজের অনুমোদন দিয়েছে।
সুফল :
পুনরুজ্জীবন প্যাকেজ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে কৃষকদের পণ্যের পারিশ্রমিক মূল্য সুনিশ্চিত হবে।
উন্নত চাষের সুবিধা, কৃষকদের প্রশিক্ষণ, জৈব বীজ ও সার, ফসল তোলার পরে যাতে বিশ্ব বাজারে উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্যগুলি তুলে ধরা যায় তার জন্য প্রচারের মাধ্যমে উৎসাহিত করা, জিআই পণ্য হিসেবে নথিভুক্তিকরণ ইত্যাদির মতো একাধিক ক্ষেত্রে পুনরুজ্জীবন প্যাকেজ উত্তর ‘পূর্বাঞ্চল কৃষি বিপণন নিগম লিমিটেড’-কে বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে।
এতে নিগমের আয় বৃদ্ধি পাবে এবং অন্যান্য খরচ কমবে। ফলে নিগমের ওপর যে অতিরিক্ত খরচের বোঝা ছিল তা হ্রাস পাবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ঋণের ওপর নির্ভরতা বন্ধ হবে।
কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা :
উত্তর পূর্বাঞ্চল কৃষি বিপণন নিগম লিমিটেড পুনরুজ্জীবিত হওয়ার পর কৃষি ক্ষেত্রে, প্রকল্প ও কার্য পরিচালনা ক্ষেত্র, পণ্য সরবরাহ, শিল্প উদ্যোক্তা এবং বিপণন এই সব ক্ষেত্রেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। আশা করা যাচ্ছে, প্রায় ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
লক্ষ্য :
উন্নত চাষের সুবিধা, কৃষকদের প্রশিক্ষণ, জৈব বীজ ও সার, ফসল তোলার পরে যাতে বিশ্ব বাজারে উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্যগুলি তুলে ধরা যায় তার জন্য প্রচারের মাধ্যমে উৎসাহিত করা, জিআই পণ্য হিসেবে নথিভুক্তিকরণ ইত্যাদির মতো একাধিক ক্ষেত্রে পুনরুজ্জীবন প্যাকেজ ‘উত্তর পূর্বাঞ্চল কৃষি বিপণন নিগম লিমিটেড’-কে বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্পদ যোজনার মতো অন্যান্য প্রকল্প বাঁশ চাষ, মৌ মাছি পালন, ই-বাণিজ্য ক্ষেত্রে সাহায্য করবে। আত্মনির্ভর ভারতের আওতায় কৃষি পরিকাঠামো তহবিল, কৃষি উদ্যান ও কিষাণ রেল, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে কৃষকদের যুক্ত করার ক্ষেত্রেও সহায়তা দান করবে। এতে উত্তর পূর্বাঞ্চলের ফসলের নিজস্ব পরিচিতি বৃদ্ধি পাবে এবং এনএএফইডি ও ট্রাইফেডের মতো সংস্থার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের জৈব চাষের সামগ্রী বিক্রির সুবিধা মিলবে।
পুনরুজ্জীবন প্যাকেজ বাস্তবায়নে একাধিক ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশের অন্যান্য অংশে এবং দেশের বাইরেও উত্তর পূর্বাঞ্চলের জৈব পণ্যগুলির বিক্রি বৃদ্ধি পাবে ও জিআই ট্যাগিং-এর পরিচিতি লাভ করবে। এমন কি এই পণের রপ্তানিও বাড়বে। এতে উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে।
CG/SS/SKD
(Release ID: 1747193)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam