আদিবাসীবিষয়কমন্ত্রক

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে 'ট্রাইফেড' ট্রাইবস ইন্ডিয়া ক্যাটালগে আদিবাসীদের তৈরি ৭৫ টি নতুন পণ্য যুক্ত করেছে

Posted On: 17 AUG 2021 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ আগস্ট, ২০২১

উল্লেখযোগ্য বিষয় সমূহ-
* স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দ্যা ট্রাইবেল কো-অপারেটিভ মার্কেটিং ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (ট্রাইফেড) ট্রাইবস ইন্ডিয়া ক্যাটালগে আদিবাসীদের তৈরি ৭৫ টি নতুন পণ্য যুক্ত করেছে।
* ট্রাইফেড আদিবাসী উৎপাদিত ৭৫ টি পণ্যের জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগিং এর ব্যবস্থা করেছে
* মোট ২০ রাজ্যের আদিবাসী উৎপাদিত পণ্যের জিআই ট্যাগিং করা হচ্ছে
* আদিবাসী সম্প্রদায় উৎপাদিত ৭৫ টি পণ্যের মধ্যে ৩৭ টিই উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের
* আদিবাসী অধ্যুষিত ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশ থেকে ৭ টি এবং ৬ টি পণ্য জিআই ট্যাগিং এর জন্য চিহ্নিত করা হয়েছে
সারা দেশ জুড়ে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করা হচ্ছে। আজাদী কা অমৃত মহোৎসব এর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানকে উৎসাহ দিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করে তুলতে দ্যা ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ট্রাইফেড আদিবাসী সম্প্রদায়ের মানুষের, বিশেষত তাঁদের উৎপাদিত পণ্যের বিপণনের ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই, ৭৫ টি পণ্যকে ট্রাইবস ইন্ডিয়া ক্যাটালগ-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে ধাতব মূর্তি থেকে শুরু করে, হস্তনির্মিত গহনা, জামা কাপড়, মুখোশ এমনকি জৈব পণ্য যেমন মসলা, প্রক্রিয়াজাত রস, এবং অন্যান্য ভেষজ পাউডার রয়েছে। এর পাশাপাশি ট্রাইফেট ৭৫ টি আদিবাসী শিল্পীদের দ্বারা উৎপাদিত পণ্যকে চিহ্নিত করে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগিং এর ব্যবস্থা করেছে।
বর্তমানে সারা দেশে এই সব পণ্য বিক্রির জন্য ১৯৯ টি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

CG/ SB

 



(Release ID: 1746755) Visitor Counter : 180