জাহাজচলাচলমন্ত্রক
২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯০ টন কয়লা নামিয়ে ভি.ও.সি বন্দর এক রেকর্ড তৈরি করেছে
Posted On:
17 AUG 2021 1:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ আগস্ট, ২০২১
ভি.ও চিদাম্বরনার বন্দরের ৯ নম্বর বার্থে এমভি স্টার লরা জাহাজ থেকে ১৫ আগস্ট ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯০ টন কয়লা খালি করে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর ২৭ অক্টোবর এই বন্দরের ৯ নম্বর বার্থের এমভি ওসান ড্রিম জাহাজ থেকে ৫৬ হাজার ৬৮৭ টন কয়লা নামানো হয়েছিল। পাশাপাশি এটিও গর্বের বিষয় যে,এবছর এই বন্দরে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৭ টন পণ্য ওঠা-নামা করে এক রেকর্ড তৈরি করেছে,যা দৈনিক পণ্য ওঠা-নামানোর ক্ষেত্রে সর্বোচ্চ। এমভি স্টার লরা জাহাজটি ইন্ডিয়া কোক অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেডের জন্য ৭৭ হাজার ৬৭৫ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার মাউরা বেরাউ বন্দর থেকে ভি.ও চিদাম্বরনার বন্দরে এসে পৌঁছায়। সেখানে তিনটি পণ্য খালাসকারি ভ্রাম্যমান ক্রেনের সাহায্য ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯০ টন কয়লা নামানো হয়।
ভি.ও.সি পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান শ্রী টি.কে রামচন্দ্রন এ বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে জানিয়েছেন ,এই বন্দরে কর্মক্ষমতা বৃদ্ধি ও আরও বেশি পরিমাণে পণ্য খালাসের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে।
CG/SS /NS
(Release ID: 1746676)
Visitor Counter : 228