প্রতিরক্ষামন্ত্রক

আন্দামান ও নিকোবর কম্যান্ডের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন

Posted On: 16 AUG 2021 12:21PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৬ আগস্ট, ২০২১

 

        দেশে আন্দামান ও নিকোবর হল একমাত্র যুগ্ম কম্যান্ড। ৭৫তম স্বাধীনতা দিবসে গতকাল এই কম্যান্ডের উদ্যোগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৫০টি প্রত্যন্ত দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় । ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে ১৩-১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে। এ ছাড়া  অ্যান্ডারসন দ্বীপ, ক্লয়েড দ্বীপ, গ্রাব দ্বীপ, ইন্টারভিউ দ্বীপ, উত্তর সিনিক দ্বীপ, দক্ষিণ সিনিক দ্বীপ, উত্তর রিফ দ্বীপ এবং দক্ষিণ রিফ দ্বীপেও জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপুপুঞ্জে  নৌবাহিনীর আইএনএস বাজ স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেয়। অনুষ্ঠানে চার বাহিনীর ৭৫ জন সদস্য জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সামরিক প্রথা অনুযায়ী কুচকাওয়াজে অংশ নেন।

 

CG/CB/NS



(Release ID: 1746397) Visitor Counter : 242