তথ্যওসম্প্রচারমন্ত্রক

প্রসার ভারতী ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে

Posted On: 13 AUG 2021 5:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ই আগস্ট, ২০২১

 

ভারত এবছর ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে। এর অঙ্গ হিসেবে আজাদি কা অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছে।

নতুন দিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণ আকাশবাণী ও দূরদর্শনে সরাসরি সম্প্রচার হবে।

আকাশবাণী ও দূরদর্শন স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের ভাষণ সন্ধ্যে ৭টা থেকে সম্প্রচার করবে।

৭৫তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তিতে দূরদর্শন লালকেল্লা থেকে  অনুষ্ঠানটির সরাসরি  সম্প্রচার করবে।  ৪০টি ক্যামেরার মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

আকাশবাণীর সবকটি জাতীয় চ্যানেল এই ধারাবিবরণীর সরাসরি সম্প্রচার করবে। দূরদর্শনের পাশাপাশি ডিডি ন্যাশনাল ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

সকলে যাতে অনুষ্ঠানের স্বাদ পেতে পারেন, তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।  ভিন্ন ভাবে সক্ষমদের জন্য সরাসরি সাইন ল্যাঙ্গুয়েজে অনুষ্ঠান সম্প্রচারিত হবে। দূরদর্শনের ন্যাশনাল ইউটিউব চ্যানেল https://www.youtube.com/playlist?list=PLUiMfS6qzIMxGJdFoUqwuo7C8UBF6w1F7 – এর মাধ্যমে শ্রোতা – দর্শকরা পুরো অনুষ্ঠান  দেখতে পারেন।

                                      

CG/CB/SFS



(Release ID: 1745629) Visitor Counter : 237