খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক

অপারেশন গ্রীণ স্কিম

Posted On: 10 AUG 2021 12:30PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ আগস্ট, ২০২১

 

টমাটো, পেঁয়াজ ও আলুর মূল্য শৃঙ্খল ব্যবস্থার সুসংবদ্ধ বিকাশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ২০১৮-র নভেম্বর মাসে অপারেশন গ্রীণ স্কিম চালু করে। এই কর্মসূচি শুরু করার উদ্দেশ্য ছিল টমাটো, পেঁয়াজ ও আলু চাষিদের ন্যায্য মূল্য বাস্তবায়িত করা, ফসল ঘরে তোলা পরবর্তী সময়ে অপচয় হ্রাস করা, উৎপাদক ও গ্রাহক স্বার্থে মূল্য স্থিতিশীলতা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা তথা মূল্য সংযুক্তিকরণ ব্যবস্থার প্রসার ঘটানো। 

এই কর্মসূচির মাধ্যমে স্বল্প মেয়াদি ভিত্তিতে পরিবহণ এবং মজুত রাখার ক্ষেত্রে ৫০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হয়। অন্যদিকে দীর্ঘ মেয়াদি ভিত্তিতে সুনির্দিষ্ট উৎপাদক ক্লাস্টারগুলিকে ৩৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এককালীন অনুদান সহায়তা দেওয়া হয়। প্রকল্প খাতে মোট খরচের ওপর এই অনুদান সহায়তা দেওয়া হয়ে থাকে। তবে, উৎপাদন ক্লাস্টারগুলির প্রকল্প খাতে মোট খরচের পরিমাণ সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত স্থির হয়েছে। 

কর্মসূচির মাধ্যমে রাজ্য ভিত্তিক তহবিল বরাদ্দ করা হয় না। চাহিদা নির্ভর কর্মসূচি হওয়ার জন্য অনুমোদিত প্রকল্প খাতেই কেবল অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে। যোগ্য উৎপাদন ক্লাস্টারগুলিতে নতুন প্রকল্প স্থাপনের ক্ষেত্রে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কর্মসূচির নীতি-নির্দেশিকা অনুযায়ী অর্থ সাহায্য দেওয়া হয়। 

অপারেশন গ্রীণ স্কিম শুরু করার উদ্দেশ্যই হল কৃষক উৎপাদক সংগঠনগুলির প্রসার ঘটানো, কৃষি পণ্যের পরিবহণ, প্রক্রিয়াকরণের সুযোগ-সুবিধা এবং চিহ্নত উৎপাদন ক্লাস্টারগুলিতে মূল্য সংযুক্তিকরণ। এখনও পর্যন্ত গুজরাট, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে একটি করে টমাটো, পেঁয়াজ ও আলু উৎপাদন ক্লাস্টারকে মোট ৬টি প্রকল্প খাতে ১৩৬ কোটি ৮২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এই ৬টি প্রকল্প খাতে মোট খরচের পরিমাণ ৩৬৩ কোটি ৩০ লক্ষ টাকা। 

২০২১-২২ বাজেট ঘোষণা অনুযায়ী ২২টি পচনশীল কৃষি পণ্য সহ চিংড়ি মাছের ক্ষেত্রেও অপারেশন গ্রীণ স্কিম সম্প্রসারিত হয়েছে। 

লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। 

 

CG/BD/AS/



(Release ID: 1744603) Visitor Counter : 210