স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫০ কোটি ৬৮ লক্ষ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় প্রায় ৫৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৯ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭০
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২, যা দেশে বর্তমানে মোট আক্রান্তের ১.২৭ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.২৭ শতাংশ, যা গত ১৩ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 08 AUG 2021 9:41AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ আগস্ট, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫০ কোটি ৬৮ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২একই ভাবে গত ২৪ ঘণ্টায় ৫৫ লক্ষ ৫ হাজার ৬৫৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ :

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৩২,০৮৫

 

৭৯,৭৪,৩৮৫

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,,১৫,১৫৭

 

,,,৩৬৩

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৫৮,২২,৬৫৭

 

,১৮,৪৪,৭৪৩

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,১৬,৩০,১৪৫

 

,২৪,৭৫,০৬১

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৭৮,১০৭

 

,৮৪,০৪,৭৮৯

 

মোট

 

৫০,৬৮,১০,৪৯২

সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায় গত ২১ জুন থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।

মহামারী শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন আরোগ্য লাভ করেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ হাজার ৯১০ জন রোগী করোনা মুক্ত হয়েছেন। এরফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭. শতাংশে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭০এরফলে, গত ৪২ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্যকেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয় মূলক প্রয়াসের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।

ভারতে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ দাঁড়িয়েছে ৪ লক্ষ হাজার ৮২২, যা মোট আক্রান্তের কেবল ১. শতাংশ।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এরফলে, গত ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিক ভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৮ কোটি ৩৯ হাজার ১৮৫

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে বর্তমানে ২. শতাংশএকইভাবে, দৈনিক আক্রান্তের হার আজ ২.২৭ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ১৩ দিন শতাংশের নীচে এবং গত ৬২ দিন ৫ শাতংশের নিচে রয়েছে।

CG/BD/AS


(Release ID: 1743808) Visitor Counter : 247