প্রতিরক্ষামন্ত্রক

সেলুলার জেলে স্বর্ণিম বিজয় বর্ষ বিজয় শিখা

प्रविष्टि तिथि: 05 AUG 2021 11:49AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২১

 

 

ভারতের ১৯৭১-এর যুদ্ধ  জয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নৌ-বাহিনীর আন্দামান ও নিকোবর কম্যান্ড সেলুলার জেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে

অনুষ্ঠানে আর্মি কম্পোনেন্ট কম্যান্ডার প্রধান হিসেবে উপস্থিত ছিলেন

প্রাক্তন সেনানী, সামরিক আধিকারিক ও বিশিষ্টজনেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

১৯৭১-এর যুদ্ধ জয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয়  নৌ-বাহিনীর আন্দামান ও নিকোবর কম্যান্ড পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলে স্বর্ণিম বিজয় বর্ষ বিজয় শিখা নিয়ে যায়। এই উপলক্ষে ব্যান্ড বাদকরা সঙ্গীত পরিবেশন করেন, একটি আলো ও ধ্বনির প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এবং ১৯৭১-এর যুদ্ধ নিয়ে স্বল্পদৈর্ঘ্যের একটি চলচ্চিত্রও প্রদর্শিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্মি কম্পোনেন্ট কম্যান্ডার ব্রিগেডিয়ার রাজীব নাগিয়াল ছাড়াও সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা, প্রাক্তন সেনানী এবং বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাতৃভূমির বিভিন্ন অংশ থেকে মাটি সংগ্রহ করার জাতীয় উদ্যোগের অঙ্গ হিসেবে ব্রিগেডিয়ার নাগিয়াল সেলুলার জেল থেকে মাটি সংগ্রহ করেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের গর্বিত স্মারক সেলুলার জেল। কালাপানী হিসেবে পরিচিত এই জেলে রাজনৈতিক বন্দীদের রাখা হত। বিনায়ক দামোদর সাভারকর, বটুকেশ্বর দত্ত, যোগেন্দ্র শুক্লা এবং ভি ও চিদম্বরম পিল্লাইয়ের মতো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়ার জন্য মূল ভূখণ্ড থেকে বহু দূরে এই দ্বীপভূমির কারাগারে বন্দী ছিলেন। আজ সেলুলার জেলকে জাতীয় স্মারক হিসেবে বিবেচনা করা হয়।

 

CG/CB/DM/


(रिलीज़ आईडी: 1742748) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Malayalam