অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করে নতুন মাইলফলক অর্জিত হয়েছে
Posted On:
04 AUG 2021 10:21AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২১
আঞ্চলিক যোগাযোগ পরিষেবা – উড়ে দেশ কা আম নাগরিক বা উড়ান কর্মসূচির আওতায় মণিপুরের ইম্ফল এবং মেঘালয়ের শিলং-এর মধ্যে সরাসরি বিমান পরিষেবার গতকাল সূচনা হয়েছে। উত্তর-পূর্ব ভারতে বিমান পরিষেবা ব্যবস্থা যথাযথ করার ওপর কেন্দ্রীয় সরকার যে অগ্রাধিকার দিচ্ছে, সেই লক্ষ্য পূরণে গতকাল চালু হওয়া এই পরিষেবা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই রাজ্যের রাজধানী শহরের মধ্যে বিমান পরিষেবার সূচনা অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, মণিপুর ও মেঘালয়ের রাজধানী শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে। প্রাকৃতিক শোভা সমৃদ্ধ শিলং শহর পাহাড়ের কোলে অবস্থিত। এই শহরটি উত্তর-পূর্ব ভারতে অগ্রণী শিক্ষাচর্চার কেন্দ্র হয়ে উঠেছে। এই শহরে একাধিক অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমনকি, সারা বছর ধরে ভারী বৃষ্টিপাতের কারণে সারা মেঘালয় জুড়ে অসংখ্য জলপ্রপাত, বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি রয়েছে, যা সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির পরম্পরা বহন করে চলেছে। শুধু তাই নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতে শিলং একমাত্র রাজধানী শহর, যেখানে দুটি প্রতিষ্ঠিত ফুটবল দল রয়েছে, যারা সর্বভারতীয় আইলীগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আরও একটি উল্লেখযোগ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হ’ল – দেশের অন্যতম প্রাচীণ শিলং গলফ্ কোর্স।
সরাসরি বিমান যোগাযোগ পরিষেবা না থাকায় ইম্ফল থেকে সাধারণ মানুষকে সড়কপথে দীর্ঘ ১২ ঘণ্টা যাত্রা করে শিলং-এ পৌঁছতে হ’ত। মণিপুরবাসীকে প্রথমে বিমানে করে গুয়াহটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছনোর পর সেখান থেকে বাসে করে শিলং-এ যেতে হ’ত। এর ফলে, শিলং-এ পৌঁছতে মণিপুরবাসীর প্রায় একদিন লেগে যেত। কিন্তু, এবার থেকে দুই রাজ্যের মানুষ এক ঘণ্টার মধ্যেই শিলং বা ইম্ফলে পৌঁছতে পারবেন। উড়ান কর্মসূচির আওতায় শিলং দ্বিতীয় শহর, যার সঙ্গে ইম্ফলের সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হ’ল। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো দুই রাজধানী শহর ইম্ফল ও শিলং-এর মধ্যে বিমান চালাবে। সপ্তাহে ৪টি বিমান পরিষেবা দেওয়া হবে। ৭৮ আসনের এটিআর-৭২ বিমান চালানো হবে। বর্তমানে ইন্ডিগো বিমান পরিষেবা সংস্থা উড়ান কর্মসূচির ৬৬টি রুটে বিমান পরিষেবা দিচ্ছে।
CG/BD/SB
(Release ID: 1742323)
Visitor Counter : 209