সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

সংখ্যালঘুদের জন্য বৃত্তি

Posted On: 26 JUL 2021 3:16PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ জুলাই, ২০২১

 

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক প্রাক মাধ্যমিক, মাধ্যমিক উত্তীর্ণ ও মেধা ভিত্তিক বৃত্তি প্রকল্প এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, মুসলিম, পার্সী, শিখ – এই ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে ক্ষমতায়নের জন্য বেগম হজরত মহল জাতীয় বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গত ৭ বছরে জাতীয় বৃত্তি পোর্টাল-এর মাধ্যমে ৪.৫২ কোটি সুবিধাভোগী বিভিন্ন বৃত্তির সুবিধা পেয়েছেন এবং সরাসরি নগদ হস্তান্তর ব্যবস্থাপনার মাধ্যমে তাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে গেছে। এই সুবিধাভোগীদের মধ্যে ৫৩ শতাংশই মহিলা। 

২০১৫-১৬ অর্থ বর্ষে জাতীয় বৃত্তি পোর্টাল চালু করা হয়। ২০১৬-১৭ অর্থ বর্ষে সংশোধিত সংস্করণ চালু হয়। মধ্যস্থতাকারী, ভুয়ো আবেদনকারীদের হাত থেকে প্রকৃত সুবিধাভোগীদের রক্ষার্থে এবং অযোগ্য আবেদনকারীদের চিহ্নিতকরণ ও অপসরণ করে যোগ্য আবেদনকারীর কাছে এই বৃত্তি প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রক যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি।  

 

CG/SS/SKD/



(Release ID: 1739221) Visitor Counter : 123