ইস্পাতমন্ত্রক

লৌহ ও ইস্পাতের মজুত বাড়াতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ

Posted On: 26 JUL 2021 2:00PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ জুলাই, ২০২১

 

ইস্পাত একটি বিনিয়ন্ত্রিত ক্ষেত্র। ইস্পাত সংস্থাগুলি উৎপাদন, রপ্তানি, আমদানির মতো বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে, লোহা ও ইস্পাত মজুত বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। লৌহ আকরিকের উৎপাদন বৃদ্ধি এবং মজুত সুনিশ্চিত করার জন্য খনি ও খনিজ নীতির সংস্কার করা হয়েছে। ২০২১-২২ অর্থ বর্ষের কেন্দ্রীয় বাজেটে ননঅ্যালয়, অ্যালয় এবং স্টেনলেস ইস্পাত উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে অভিন্নভাবে ৭.৫ শতাংশ শুল্ক হ্রাস করা হয়েছে। এছাড়াও ইস্পাতে ছাঁট মালের ওপর প্রাথমিক শুল্ক কর ছাড়ের সময়সীমা বৃদ্ধি করে ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রামচন্দ্র প্রসাদ সিং। 

 

CG/SS/SKD/



(Release ID: 1739217) Visitor Counter : 119