প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ

Posted On: 26 JUL 2021 3:22PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৬শে জুলাই, ২০২১


প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তরের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি ও অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড-এর বেসরকারিকরণের কোন প্রস্তাব নেই। তবে নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি ১৬ই জুন অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড-এর উৎপাদন কেন্দ্রগুলিকে  প্রতিরক্ষা মন্ত্রকের সাতটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার রূপান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর মূল উদ্দেশ্য হল পরিচালন ক্ষেত্রে স্বায়ত্ত্বশাসন ও দক্ষতা বৃদ্ধি এবং  অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির উদ্ভাবনী দিকটির উন্নয়ন ঘটানো।   

রাজ্যসভায় আজ এক  প্রশ্নের লিখিত জবাবে শ্রী এলামারাম করিমকে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।

 

CG/CB/



(Release ID: 1739191) Visitor Counter : 119