প্রতিরক্ষামন্ত্রক

পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড'এর নৌশক্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Posted On: 24 JUL 2021 10:44AM by PIB Kolkata

নতুন দিল্লি,২৪ জুলাই,২০২১

 

কোভিড-১৯ মহামারীজনিত কারণে এক বছর পর, শুক্রবার (২৩জুলাই)  মুম্বাইয়ে পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ডের নৌশক্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর, ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডিং ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল অজয় ​​কোচার অনুষ্ঠানটি পরিচালনা করেন।  অনুষ্ঠানে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড'এর সাফল্যমূলক অভিযান তুলে ধরা হয়।প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড'এর ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার সহ পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড'এর অন্যান্য ফ্ল্যাগ অফিসারেরা।

কোভিড আচারণ বিধি মেনে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। মোট ২০টি  পুরস্কার প্রদান করা হয়। মূলত নৌ অভিযান, সুরক্ষামূলক অনুশীলন এবং সাহসিকতা প্রদর্শনের জন্য  এই পুরস্কার প্রদান করা  হয়। আইএনএস কলকাতা সামুদ্রিক কার্যকলাপে আধিক্য প্রদর্শনের জন্য এবার ‘সেরা জাহাজ’এর পুরস্কার জিতে নিয়েছে। সমুদ্র ক্ষেত্রে অদম্য উৎসাহ ও মনোবল প্রদর্শন এবং সমস্ত নৌ অভিযানে অসামান্য সাহসিকতা প্রদর্শনের জন্য আইএনএস তর্কশ'কে 'সবচেয়ে উদ্যমশালী জাহাজ' এর সম্মানে ভূষিত করা হয়েছে।ট্যাঙ্কার ও ওপিভি বিভাগে আইএনএস দীপক ' সেরা জাহাজ' এর পুরষ্কার জিতেছে।

গত বছর কঠিন সময়ে পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড অসামান্য কর্মকাণ্ড তুলে ধরেছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশের প্রয়োজনে কোভিড ত্রাণ পৌঁছে দেওয়া,ঘূর্ণিঝড় তৌকত'এ পশ্চিম উপকূলে আঘাত হানলে অসংখ্য মানুষকে উদ্ধারে অভিযান পরিচালনা'এর মতো কাজে পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে।পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ড যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত  রয়েছে।

 

CG/SS



(Release ID: 1738575) Visitor Counter : 152