প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গুজরাটের উমরগ্রাম থেকে দূরে এমভি কাঞ্চনের ১২ জন নাবিককে উদ্ধার করেছে

प्रविष्टि तिथि: 22 JUL 2021 11:31AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২১

 

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গুজরাটের উমরগ্রাম থেকে দূরে সমুদ্রে আটকে পড়া এমভি কাঞ্চনের ১২ নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত ২১ জুলাই মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের যোগাযোগ কেন্দ্র থেকে এমভি কাঞ্চনের আটকে পড়া নাবিকদের সম্পর্কে তথ্য পেয়েছিল। জাহাজটির ইঞ্জিনের গোলযোগের ফলে মাঝ সমুদ্রে সেটি আটকে পড়ে। এই কার্গো জাহাজটিতে ইস্পাতের কয়েল ছিল। জাহাজটির আটকে পড়ার খবর পেয়ে মেরিটাইম রেস্কিউ কন্ডিশন সেন্টার আন্তর্জাতিক সুরক্ষা নেট সক্রিয় করে এম ভি হার্মিজকে আটকে থাকা জাহাজের দিকে পাঠায়। এর পরেই একরাতের অপারেশনের আটকে পড়া জাহাজের ১২ জন নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1737900) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Tamil