বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে একগুচ্ছ দেখা পাওয়া আবার বিলীন হওয়া নক্ষত্রের সন্ধান পেয়েছেন
प्रविष्टि तिथि:
16 JUL 2021 1:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ জুলাই, ২০২১
একদল জ্যোতির্বিজ্ঞানী পুরোন একটি ফটোগ্রাফিক প্লেট থেকে ৯টি নক্ষত্রের সন্ধান পেয়েছেন, যে নক্ষত্রগুলি আধ ঘণ্টার মধ্যে দেখা দিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা একজোট হয়ে মহাকাশের এই রহস্যের অনুসন্ধান শুরু করেছেন। সুইডেন, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বিজ্ঞানীদের সঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্বশাসিত সংস্থা আর্যভট্ট রিসার্চ ইন্সটিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেসের ডঃ অলোক চন্দ্র গুপ্ত মহাজাগতিক এই রহস্য ভেদে নেমেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার মান মন্দিরে ১৯৫০ সালের ১২ এপ্রিল ৯টি নক্ষত্রকে এক ঝলক দেখার পর আধ ঘণ্টার মধ্যে সেগুলি বিলুপ্ত হয়ে যায়। পুরো প্রক্রিয়াটির ছবি তোলা ছিল। এর পিছনে মহাকর্ষীয় ব্যবস্থাপনা, বিকীরিত বিস্ফোরণ অথবা অন্য কি কারণ রয়েছে বিজ্ঞানীদের কাছে এখনও তা স্পষ্ট নয়। ক্ষণস্থায়ী এই নক্ষত্রগুলি ফটোগ্রাফির প্লেটে কোনো বিকীরিত কণার বিক্রিয়ায় ভুল ছবি উঠেছে কিনা সেটিও বোঝা যাচ্ছে না । তবে যদি এটি সত্যি হয় তাহলে ধারণা করা যেতে পারে মানুষের কৃত্রিম উপগ্রহ পাঠানোর বহু আগে এ ধরণের কিছু অন্য কোথাও থেকে উৎক্ষেপিত হয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা ১৯৫০এর এই তোলা ছবি থেকে ডিজিটাল পদ্ধতিতে সূর্য রক্ষ্মির প্রতিফলনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখছেন যার থেকে বোঝা যেতে পারে গ্রহান্তরে প্রাণ আছে কি না।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1736303)
आगंतुक पटल : 330