দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক

দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগ মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান; শ্রী রাজীব চন্দ্রশেখর বিভাগীয় প্রতিমন্ত্রী পদে কার্যভার গ্রহণ করেছেন

Posted On: 08 JUL 2021 5:13PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৮ জুলাই, ২০২১

 

শ্রী ধর্মেন্দ্র প্রধান ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, বিভাগীয় প্রতিমন্ত্রী হিসেবে কর্ণাটক থেকে রাজ্যসভায় সদস্য শ্রী রাজীব চন্দ্রশেখর কার্যভার গ্রহণ করেছেন। মন্ত্রকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গতকাল মন্ত্রিসভায় রদবদলের পর বিদায়ী মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পান্ডে সদ্য দায়িত্ব নেওয়া দুই মন্ত্রীকেই শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণে পর শ্রী প্রধান বলেন, মন্ত্রকের দক্ষতা উন্নয়ন প্রয়াসগুলিকে জোরদার করতে তিনি অঙ্গিকারবদ্ধ, যাতে যুব সমাজকে প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে ভবিষ্যৎ কর্মমুখী হিসেবে গড়ে তোলা যায়। বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী চন্দ্রশেখরকে দায়িত্বগ্রহণের পর শুভেচ্ছা জানিয়ে শ্রী প্রধান বলেন, ভারতকে বিশ্বের সর্বাধুনিক দক্ষতা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত করতে তাঁরা দুজনে একজোট হয়ে কাজ করার ব্যপারে আগ্রহী।

শ্রী চন্দ্রশেখর বলেন, মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তিনি অত্যন্ত সম্মানিত। ভারতকে ডিজিটাল ও দক্ষ করে তুলতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ণে তিনি অঙ্গিকারবদ্ধ। 

 

CG/BD/AS/


(Release ID: 1734053) Visitor Counter : 180