স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য

ভারতে টিকাকরণ ৩৪ কোটির মাইলফলক ছাড়িয়েছে
এখনও পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সীদের ৯.৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

Posted On: 02 JUL 2021 12:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ জুলাই, ২০২১

 

এক তাৎপর্যপূর্ণ সাফল্য হিসাবে ভারতে আজ পর্যন্ত কোভিড টিকাকরণ ৩৪ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ৩৪ কোটি ৭৬ লক্ষ ২৩২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪২ কোটি ৬৪ লক্ষ ১২৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

 

দেশব্যাপী টিকাকরণ অভিযানের ১৬৭তম দিনে (পয়লা জুলাই) ৪২ লক্ষ ৬৪ হাজার ১২৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩২ লক্ষ ৮০ হাজার ৯৯৮ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৯ লক্ষ ৮৩ হাজার ১২৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

দেশে বৃহস্পতিবার ১৮-৪৪ বছর বয়সীদের ২৪ লক্ষ ৫১ হাজার ৫৩৯টি প্রথম ডোজ এবং ৮৯ হাজার ২৭টি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে ৩৭টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮-৪৪ বছর বয়সী ৯ কোটি ৪১ লক্ষ ৩ হাজার ৯৮৫ জন প্রথম ডোজ এবং ২২ লক্ষ ৭৩ হাজার ৪৭৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

যে ৮টি রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের ৫০ লক্ষেরও বেশি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, সেই রাজ্যগুলি হ’ল – উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাডু, বিহার, গুজরাট, কর্ণাটক ও মহারাষ্ট্র। পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সী ৪৩ লক্ষ ১৫ হাজার ৫২৮ জন প্রথম ডোজ এবং ৬৭ হাজার ৬০০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

দেশে সবচেয়ে অসুরক্ষিত শ্রেণীর মানুষের সুরক্ষায় একটি হাতিয়ার হিসাবে টিকাকরণ অভিযানের ওপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে এবং সমগ্র টিকাকরণ অভিযানের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা হচ্ছে।

 

CG/BD/SB



(Release ID: 1732270) Visitor Counter : 155