উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি করোনা প্রতিষেধক টিকা নেওয়া নিয়ে অনীহা দূর করার আহ্বান জানিয়েছেন
করোনা টিকাকরন অভিযানকে জন আন্দোলনে পরিণত করতে হবে
টিকাকরণের গুরুত্ব নিয়ে সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে উপরাষ্ট্রপতি চিকিৎসক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন
Posted On:
01 JUL 2021 12:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ জুলাই, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু করোনা প্রতিষেধক টিকা দানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার ওপর জোর দিয়ে এই লক্ষ্য পূরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়েছেন।
আজ চিকিৎসক দিবস উপলক্ষে চেন্নাইতে সুপরিচিত নেফ্রোলজিস্ট ডাক্তার জর্জ আব্রাহাম রচিত একটি গ্রন্থ উপরাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।
"মাই পেশেন্টস মাই গড- জার্নি অফ এ কিডনি ডক্টর" নামক বইটি ডক্টর আব্রাহাম লিখেছেন। যিনি একজন চিকিৎসক শিক্ষাবিদ এবং গবেষক।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী নাইডু গ্রামীণ অঞ্চলে টিকাকরণ নিয়ে যে অনীহা রয়েছে তা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন। ভয় ও ভীতি দূর করে টিকাকরণ অভিযানকে জন আন্দোলনে রূপ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। টিকাকরণ নিয়ে জনগণকে শিক্ষিত করে তুলতে চিকিৎসকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
উপরাষ্ট্রপতি বলেন, করোনা প্রতিষেধক টিকা নিয়ে যাদের দ্বিধা রয়েছে তাদের সচেতন করে তুলতে হবে। কেননা তাঁরা নিজেরা এবং পরিবারের সদস্যদের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন।
টিকাকরণ অভিযানকে ত্বরান্বিত করতে 'টিম ইন্ডিয়া'-র মতো কেন্দ্র এবং রাজ্যগুলিকে যৌথভাবে কাজ করার জন্য তিনি আবেদন জানান। উপরাষ্ট্রপতি চলচ্চিত্র ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের টিকাকরণ অভিযান নিয়ে প্রচার করতে এগিয়ে আসতে বলেন। সকলের বোঝা উচিত যে টিকা নেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, টিকাকরণ অভিযানে ভারত ইতিমধ্যেই ৩২ কোটি টিকা দিয়ে ফেলেছে।
করোনা অতিমারির এই সময় স্বাস্থ্য কর্মীদের আত্মত্যাগের কথা বলতে গিয়ে উপ রাষ্ট্রপতি বলেন, ভাইরাসে আক্রান্তদের জীবন বাঁচাতে কি মারাত্মক ঝুঁকির সামনে তাঁরা কাজ করে চলেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাঁদের পেশাদারি মনোভাব, মানবিকতা এবং নিঃস্বার্থ সেবার প্রতি সমাজ চির কৃতজ্ঞ থাকবে বলে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন।
এবছর চিকিৎসক দিবসের প্রতিপাদ্য বিষয়- 'উদ্ধারকর্তাকে বাঁচাও' সম্পর্কে বলতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, যারা সেবা প্রদান করছেন, তাঁদের সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন।
প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিবসটি প্রতিবছর চিকিৎসক দিবস হিসাবে উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
CG/ SB
(Release ID: 1732082)
Visitor Counter : 359