রেলমন্ত্রক

ভারতীয় রেল 'ভবিষ্যৎ প্রস্তুতি' হিসাবে মিশন মোডে ১১৫০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৫৮টি সুপারক্রিটিক্যাল এবং ৬৮টি ক্রিটিক্যাল প্রকল্প রূপায়ণ করতে চলেছে

Posted On: 29 JUN 2021 1:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২১

 

ভারতীয় রেল 'ভবিষ্যৎ প্রস্তুতি' হিসাবে মিশন মোডে ১১৫০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৫৮টি সুপারক্রিটিক্যাল এবং ৬৮টি ক্রিটিক্যাল প্রকল্প রূপায়ণ করতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে এই প্রকল্প গুলি কার্যকর হবে। করোনা অতিমারি জনিত পরিস্থিতিতেও ভারতীয় রেল তাদের গুরুত্বপূর্ণ প্রকল্প গুলি বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। গত এক বছরের মধ্যে ১১,৫৮৮ কোটি টাকা ব্যয়ে ১,০৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের ২৯টি সুপার ক্রিটিক্যাল প্রকল্প রূপায়ণ করা হয়েছে।

বর্তমানে ভারতীয় রেল ৩৯৬৬৩ কোটি টাকা ব্যয়ে ৩৭৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ৫৮টি সুপার ক্রিটিক্যাল প্রকল্প নির্মাণ করছে। এরমধ্যে ২৭টি প্রকল্পের কাজ ২০২১-এর ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

ভারতীয় রেল ২০২০-২১ আর্থিক বছরে মোট ১৬১৪ কিলোমিটার দ্বিতীয় লাইন অথবা তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির কাজ শেষ করেছে। এছাড়া ২০২১-২২ আর্থিক বছরে ১৩৩ কিলোমিটার দ্বিতীয় ও তৃতীয় লাইন তৈরির কাজ চলছে। আসাম পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডে বেশ কয়েকটি প্রকল্পের কাজ রূপায়নের পথে রয়েছে।

 

CG/ SB


(Release ID: 1731246) Visitor Counter : 191