সারওরসায়নমন্ত্রক

ফসফেট সার উৎপাদনে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে

Posted On: 28 JUN 2021 5:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুন, ২০২১

 

ভারতে ফসফেট সারের প্রাপ্যতা আরও উন্নত করতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে সারের ক্ষেত্রেও আত্মনির্ভর ভারত গড়ে তোলা জরুরি বলে কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী মন্সুখ মানডেভিয়া মন্তব্য করেছেন। তিনি আজ সার বিভাগের আধিকারিক এবং সার শিল্পের সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী জানান, ফসফেট সার উৎপাদনের ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর ভাবে গড়ে তোলার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1731039) Visitor Counter : 217