স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 25 JUN 2021 9:21AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুন, ২০২১

 

দেশব্যাপী করোনা টিকাকরণ অভিযানে  এপর্যন্ত ৩০ কোটি ৭৯ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

গত ২৪ ঘন্টায় দেশে ৬০ লক্ষ ৭৩ হাজার মানুষকে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৬৭। 

দেশে সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮।

এ পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭ জন।

গত ২৪ ঘন্টায় মোট ৬৪ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিগত ৪৩ দিন ধরে একটানা সুস্থতার সংখ্যা আক্রান্তের চেয়ে অনেক বেশি।

সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৬৬ শতাংশ।

সপ্তাহব্যাপী সক্রিয় ভাবে আক্রান্তের হার ৫ শতাংশের নিচে, বর্তমানে যা ৩ শতাংশ।

দৈনিক সক্রিয়ভাবে আক্রান্তের হার ২.৯৮ শতাংশ যা বিগত ১৮ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে।

নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ৩৯ কোটি ৯৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

CG/ SB


(Release ID: 1730357)