বিদ্যুৎমন্ত্রক
এনটিপিসি'র উদ্যোগে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নিয়ে সবুজ হাইড্রোজেন বিষয়ে দুদিনের শিখর সম্মেলন
Posted On:
23 JUN 2021 12:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ জুন, ২০২১
জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি, বিদ্যুৎ মন্ত্রকের অধীন একটি বৃহত্তর বিদ্যুৎ সংস্থা। এই সংস্থার উদ্যোগে সবুজ হাইড্রোজেন বিষয়ে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছিল। যে বিষয়টি বর্তমান কালে একটি গুরুত্বপূর্ণ এবং শক্তির পরবর্তী বাহক হিসেবে বিবেচিত।
অনলাইনের মাধ্যমে এই কর্মশালায় ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকার বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন। সবুজ হাইড্রোজেন ও তার সাম্প্রতিককালের বিস্তার নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা আদান প্রদান করেন।
এই ভার্চুয়াল শিখর সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন, ব্রাজিলের খনি ও শক্তি মন্ত্রী শ্রীমতি অ্যাগনিস এম ডিকসটা, রাশিয়ান এনার্জি এজেন্সির কোভালেভ অ্যান্ড্রিউ, ভারতের বিজ্ঞানী ডক্টর প্রকাশ চন্দ্র মাইথনি, চীনের ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের শ্রীমতি ফু তিয়ানি, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিপার্টমেন্ট অফ এনার্জির ম্যাকাবো এইচ সিরি প্রমূখ।
ভারতের বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী অলোক কুমার প্রারম্ভিক ভাষণে বলেন, সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য ভারত বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি জাতীয় হাইড্রোজেন মিশন গঠন করেছে।
CG/ SB
(Release ID: 1729895)
Visitor Counter : 193