মানবসম্পদবিকাশমন্ত্রক
২২শে জুন জি২০ গোষ্ঠিভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের সম্মেলনে শ্রী সঞ্জয় ধোতরে ভারতকে প্রতিনিধিত্ব করবেন
Posted On:
20 JUN 2021 6:42PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২০শে জুন, ২০২১
কেন্দ্রীয় শিক্ষা এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে ২২শে জুন জি২০ গোষ্ঠিভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ওই দিন তিনি জি ২০ গোষ্ঠিভুক্ত দেশগুলির শিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের যৌথ সম্মেলনেও যোগ দেবেন। ইটালির নেতৃত্বে জি ২০ গোষ্ঠিভুক্ত দেশগুলির এই দুটি সম্মেলন অনলাইন ও অফলাইন দুভাবে অনুষ্ঠিত হবে। ভারত ভার্চ্যুয়াল পদ্ধতিতে এই সম্মেলনে অংশ নেবে।
CG/CB/
(Release ID: 1728896)
Visitor Counter : 167