বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কোভিড-১৯এর নমুনা পরীক্ষার নতুন উদ্ভাবন সেনসিট র‍্যাপিড কোভিড-১৯ এজি কিট

Posted On: 19 JUN 2021 9:19AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৯  জুন, ২০২১

 

কোভিড-১৯ মহামারীর ফলে সারা বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মহামারীর সংক্রমণের মাত্রা বিভিন্ন রকম- কখনও তা উপসর্গহীন হয় আবার কখনও জীবন সংশয় দেখা দেয়। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ সংক্রমিত কিনা তা নিশ্চিত করা হয়। কেন্দ্র দ্রুত সংক্রমণ নিশ্চিত করার জন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে সাহায্য করছে। উদ্ভাবকরা নিখুঁত স্বল্পমূল্যে নমুনা পরীক্ষার কিট নিয়ে কাজ করছেন।    

জৈব প্রযুক্তি দপ্তরের কোভিড-১৯ গবেষণা কনসোর্টিয়াম౼ বাইরেক, সার্স কোভ-২ শনাক্ত করার জন্য উদ্ভাবনমূলক উদ্যোগে সহায়তার অঙ্গ হিসেবে উবায়ো বায়ো টেকনোলজি সিস্টেম্স প্রাইভেট লিমিটেডকে সাহায্য করেছে। এই সংস্থাটি সেনসিট র‍্যাপিড কোভিড-১৯ এজি কিট উদ্ভাবন করেছে। এই কিটের সাহায্যে করোনা ভাইরাসের নিউক্লিওক্যাপসিড প্রোটিন ১৫ মিনিটের মাধ্যমে শনাক্ত করা যায়। নাসারন্ধ্র থেকে নমুনা সংগ্রহ করে ক্রোম্যাটোগ্রাফিক পদ্ধতি অবলম্বন করে এই প্রোটিন শনাক্ত করা হয়। ক্রোম্যাটোগ্রাফিক হল এমন একটি পদ্ধতি যেখানে কোনো মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানকে পৃথক করা সম্ভব হয়। আইসিএমআর এই কিট-টি ব্যবহারের অনুমতি দিয়েছে। এই কিটে একজোড়া এক রঙের অ্যান্টিবডি থাকে,  যেগুলি কোভিড-১৯এর নির্দিষ্ট অ্যান্টিজেনের সংস্পর্শে আসলেই রঙিন হয়ে যায়। এই কিটের সংবেদনশীলতা ৮৬ শতাংশ এবং ১০০ শতাংশ নির্ভুলভাবে এটি শনাক্ত করতে পারে। সেনসিট রাপিড কোভিড-১৯ এজি কিট সফলভাবে বাণিজ্যিকিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিরা খুব কম সময়ে অল্প পয়সায় এর মাধ্যমে কেউ কোভিড সংক্রমিত হয়েছেন কি না তা এই কিট ব্যবহার করে  জানিয়ে দিতে পরেন। 

 

CG/CB/NS



(Release ID: 1728634) Visitor Counter : 245