অর্থমন্ত্রক

অর্থমন্ত্রক সুইজারল্যান্ডে ভারতীয়দের কালো টাকা জমা রাখা নিয়ে প্রকাশিত সংবাদ খন্ডন করেছে

আমানত বৃদ্ধি বা হ্রাস করার তথ্য যাচাই করতে সুইস কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে

Posted On: 19 JUN 2021 9:32AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুন, ২০২১

 

বিভিন্ন সংবাদমাধ্যমে ১৮ জুন, ২০২১ একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা রাখা টাকার পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। বলা হয়েছে যে, ২০১৯ এর শেষে সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত রাখা টাকার পরিমাণ যেখানে ছিল ৬,৬২৫ কোটি টাকা, সেখানে ২০২০'র শেষে তা বেড়ে হয়েছে ২০,৭০০ কোটি টাকা। সংবাদে এটাও প্রকাশিত হয়েছে যে, বিগত ১৩ বছরে সুইস ব্যাংকে টাকা জমা রাখার পরিমাণ এটাই সর্বোচ্চ।

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুইস ব্যাঙ্ক গুলিতে ভারতীয়দের আমানতের পরিমাণ বৃদ্ধি হতে পারে ভারতে অবস্থিত সুইস ব্যাংকের শাখা গুলির ব্যবসা বৃদ্ধির কারণে। আন্ত ব্যাংক লেনদেন বেড়েছে কালো টাকা আটকে রাখার কারণে।

আমানতের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাওয়ার সম্ভাব্য কারণ গুলির বিষয়ে সুইস ব্যাংক কর্তৃপক্ষকে প্রাসঙ্গিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

 

CG/ SB


(Release ID: 1728629) Visitor Counter : 367