স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
বিশ্ব যোগ সম্মেলন ২০২১-এ ডাঃ হর্ষ বর্ধনের ভাষণ
प्रविष्टि तिथि:
15 JUN 2021 7:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুন,২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন বিশ্ব যোগ সম্মেলন ২০২১-এ ভাষণ দিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ ইয়েসো নায়েক। আগামী ২১ জুন সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস।এই উপলক্ষে আয়ুষ মন্ত্রক এবং সাংস্কৃতিক সম্পর্কের জন্য ভারতীয় পর্ষদ (আইসিসিআর) যৌথভাবে 'মোক্ষায়তন যোগ সংস্থান' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান ,বিশ্বে যখন মানবজাতির সামগ্রিক স্বাস্থ্য এবং কল্যাণ প্রসঙ্গ উঠে আসে ,তখনই যোগাভ্যাসের কথা সর্বাগ্রে উল্লেখ করা হয়।তিনি বলেন বিশ্বজুড়ে যোগ অনুশীলনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।পশ্চিমের দেশ গুলিতে দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে যোগাভ্যাসের বিষয়ে উৎসাহ প্রদান করা হয়। এমনকি অতিমারীর সময়েও যখন শারীরিক ও মানসিক সুস্থতার উপর জোর দেওয়া হয়েছে, তখন অনেকেই এর উপর গুরুত্ব আরোপ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
এ বছর যোগ দিবসের বিষয় ভাবনা 'যোগের সঙ্গে থাকুন, বাড়িতে থাকুন' এর উপর আলোকপাত করে, তিনি বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য ক্ষেত্রে সঙ্কটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কোন রকম জমায়েত করা হবে না। জনগণের সার্বিক স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের জন্য যোগের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।
২০১৪ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্র সংঙ্ঘের সাধারণ অধিবেশন যোগাভ্যাসকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে যে বক্তব্য রেখেছিলেন সে কথা স্মরণ করিয়ে দেন ডাঃ হর্ষ বর্ধন।কোভিড বিধিনিষেধের সময় যোগাভ্যাস কিভাবে সাধারণ মানুষের সহায়তা করেছে সে কথাও তা তুলে ধরেন তিনি। এমনি শারীরিক ও মানসিক চাপ লাঘব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যোগ অনুশীলন বিশেষ সাহায্য করে বলেও তিনি জানান।
CG/SS
(रिलीज़ आईडी: 1727378)
आगंतुक पटल : 215