প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনা এবার পরীক্ষামূলকভাবে রেলের পণ্য পরিবাহী করিডোর ব্যবহার করেছে

Posted On: 15 JUN 2021 2:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ জুন, ২০২১

 

রেলের পণ্য পরিবাহী করিডোরের মাধ্যমে দেশের মধ্যে দ্রুত পণ্য পরিবহন সম্ভব হয়েছে। ভারতীয় সেনা গত ১৪ জুন, ২০২১ পরীক্ষামূলক ভাবে রেলের এই পণ্য পরিবাহী করিডোর ব্যবহার করে যানবাহন এবং অন্যান্য যন্ত্রপাতি সহ একটি ট্রেন সাফল্যের সঙ্গে নতুন রেওয়ারি থেকে নতুন ফুলেরা পাঠিয়েছে। এ বিষয়ে ভারতীয় সেনা ভারতীয় রেল এবং ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে সশস্ত্রবাহিনীর স্থানান্তর করনের শক্তি বাড়িয়েছে।

এই ধরনের পরীক্ষা গুলি জাতীয় সম্পদকে অনুকূল করে তোলার জন্য এবং বিভিন্ন মন্ত্রক ও বিভাগের মধ্যে সমন্বয় সাধনের জন্য 'সমগ্র জাতির দৃষ্টিভঙ্গি'-র একটি অংশ ছিল।

ভারতীয় সেনাবাহিনীর এই ধরনের পরীক্ষা সশস্ত্র বাহিনীর অভিযানের প্রস্তুতির পথকে প্রশস্ত করার ক্ষেত্রে একটি সূচনা বলে মনে করা হচ্ছে।

 

CG/ SB



(Release ID: 1727306) Visitor Counter : 226