সারওরসায়নমন্ত্রক

সরকার ট্রেড মার্জিনের ঊর্ধ্বসীমা স্থির করে দেওয়ায় অক্সিজেন কনসেনট্রেটরের দাম ৫৪ শতাংশ পর্যন্ত কমে এসেছে

অক্সেজেন কনসেনট্রেটরের ক্ষেত্রে ট্রেড মার্জিন ন্যায়সঙ্গত হওয়ায় গ্রাহকের সাশ্রয় হবে
সর্বোচ্চ খুচরো মূল্য ৯ জুন থেকে কার্যকর হয়েছে

Posted On: 11 JUN 2021 6:41PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১১ জুন, ২০২১

 

ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী জাতীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) গত ৩ জুন বিজ্ঞপ্তি জারি করে ডিস্ট্রিবিউটর পর্যায়ে অক্সিজেন কনসেনট্রেটরের ট্রেড মার্জিন ঊর্ধ্বসীমা ৭০ শতাংশ স্থির করে দেয়। সেই অনুসারে, ১০৪টি অক্সিজেন কনসেনট্রেটর উৎপাদক/আমদানিকারক সংস্থা ২৫২টি প্রোডাক্ট/ব্র্যান্ডের সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য তালিকা এনপিপিএ-র কাছে জমা করেছে।

ইতিমধ্যেই, ৭০টি প্রোডাক্ট/ব্র্যান্ডে সর্বোচ্চ খুচরো মূল্য ৫৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এমনকি, প্রতিটি অক্সিজেন কনসেনট্রেটরের দাম ৫৪ হাজার ৩৩৭ টাকা পর্যন্ত কমেছে। এছাড়াও, ৫৮টি ব্র্যান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্য ২৫ শতাংশ এবং ১১টি ব্র্যান্ডে এই মূল্য স্তর ২৬ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। দেশে মোট ২৫২টি প্রোডাক্ট/ব্র্যান্ডের ক্ষেত্রে দেশীয় উৎপাদকদের ১৮টি প্রোডাক্ট/ব্র্যান্ডে সর্বাধিক খুচরো মূল্যে হ্রাস লক্ষ্য করা যায়নি। এর ফলে, অক্সেজেন কনসেনট্রেটরের ক্ষেত্রে ট্রেড মার্জিন আরও ন্যায়সঙ্গত হওয়ায় গ্রাহকের সাশ্রয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, আমদানিকৃত সামগ্রীতে অন্যায্য মুনাফা রোধ করা গেছে।

অক্সিজেন কনসেনট্রেটরের সব ধরনের ব্র্যান্ডে সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য গত ৯ জুন থেকে কার্যকর হয়েছে। সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্যের ওপর কড়া নজরদারি চালাতে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় তথ্য রাজ্য ড্রাগ কন্ট্রোলারদের সঙ্গে বিনিময় করা হয়েছে। এসম্পর্কিত প্রাসঙ্গিক নীতি-নির্দেশিকা এনপিপিএ-র ওয়েবসাইটে (www.nppa.gov.in) দেওয়া হয়েছে। অক্সিজেন কনসেনট্রেটরের যোগানে নজরদারির জন্য উৎপাদক/আমদানিকারকদের মাসিক ভিত্তিতে কনসেনট্রেটরের মজুত সম্পর্কিত তথ্য এপিপিএ-র কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

 

CG/BD/AS/


(Release ID: 1726354) Visitor Counter : 190