উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, ইসরো মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নমূলক প্রকল্পগুলি রূপায়নে সাহায্য করবে
Posted On:
09 JUN 2021 4:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ জুন, ২০২১
উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং আজ জানিয়েছেন যে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, ইসরো মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নমূলক প্রকল্পগুলি রূপায়ণ করতে সহায়তা করবে। মন্ত্রকের আধিকারিক এবং ইসরোর বিজ্ঞানীদের সাথে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে ছটি রাজ্য তাদের বিশেষ কিছু প্রস্তাবের কথা জানিয়েছেন। যে গুলি রূপায়নের ক্ষেত্রে ইসরোর সাহায্য নেওয়া হবে। বাকি দুটি রাজ্য সিকিম এবং আসাম খুব শীঘ্রই তাদের প্রস্তাবগুলি জমা দেবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইসরো ইতিমধ্যেই উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ২২১ টি স্থানে ৬৭ টি প্রকল্পের জিও ট্যাগিং করেছে। যা সারা দেশের মধ্যে এই প্রথম।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারের আমলে ইসরো কেবলমাত্র মহাকাশে উপগ্রহ পাঠিয়ে তাদের কর্তব্য পালন করেনি। এর পাশাপাশি দেশের উন্নয়নমূলক প্রকল্প গুলি রূপায়নের ক্ষেত্রেও তারা এগিয়ে এসেছে।
CG/ SB
(Release ID: 1725784)
Visitor Counter : 190