মানবসম্পদবিকাশমন্ত্রক

তরুণ লেখক গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর ‘যুব’ প্রকল্পের সূচনা

Posted On: 29 MAY 2021 1:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯  মে, ২০২১

 

প্রধানমন্ত্রী তরুণদের লেখার বিষয়ে উৎসাহিত করার জন্য যে যুব প্রকল্পের ঘোষণা করেছিলেন শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তর আজ সেটির সূচনা করল।

দেশজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে পড়া  লেখার সংস্কৃতিকে উৎসাহিত করতে এবং ভারত  ভারতীয় সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তরুণউঠতি  বহুমুখী প্রতিভার লেখক অর্থাৎ ইয়ংআপকামিং অ্যান্ড ভার্সেটাইল অথার্সযুবা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে তরুণ-তরুণীদের লিখতে উৎসাহিত করতে চান।

০২১এর ৩১শে জানুয়ারী মন কি বাত অনুষ্ঠানে তিনি স্বাধীনতা সংগ্রামস্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিভিন্ন ঘটনাবিভিন্ন এলাকায় স্বাধীনতা সংগ্রামে নানা শৌর্য্যের প্রকাশ౼  সব কিছু নিয়ে লেখার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এর মাধ্যমে শীর্ষস্থানীয় একটি গোষ্ঠী তৈরি হবে,  যাঁরা ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

স্বাধীনতার অমৃত মহোৎসব অর্থাৎ ইন্ডিয়া অ্যাট ৭৫-এর আওতায় এই যুব উদ্যোগটি নেওয়া হয়েছে। তরুণ লেখক-লেখিকারা দেশের অজানা বীরবিস্মৃতির অতলে থাকা স্বাধীনতা সংগ্রামীজাতীয় আন্দোলনে ভুলে যাওয়া বিভিন্ন জায়গার ভূমিকার কথা সৃজনশীলভাবে তুলে ধরবেন।এর ফলে ভারতীয় সংস্কৃতিঐতিহ্য  জ্ঞান চর্চার নতুন একটি দিক উন্মোচিত হবে। 

শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল বুক ট্রাস্ট এই প্রকল্পটিকে পর্যায়ক্রমে বাস্তবায়িত করবে। এর জন্য যেসব বই প্রকাশ করা হবে সেগুলি বিভিন্ন ভারতীয় ভাষায় অনুদিত হবে।

আর এভাবে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ভাবনার প্রসার ঘটবে। বাছাই করা তরুণ লেখক-লেখিকারা বিশ্বের নাম করা লেখক-লেখিকাদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পাবেন এবং বিশ্বের বিভিন্ন সাহ্যিত্য উৎসবে অংশগ্রহণ করবেন। 

২০২০র জাতীয় শিক্ষা নীতি তরুণ মনকে আরও শক্তিশালী করে তোলা এবং শেখার নতুন পরিবেশ গঠন করার ওপর জোর দিয়েছে। এর মূল লক্ষ হল তরুণ পাঠক-পাঠিকা এবং ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ পৃথিবী গড়তে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। 

যুবার কিছু বৈশিষ্ট্য

সর্বভারতীয় প্রতিযোগিতার মাধ্যমে ৭৫জন লেখককে নির্বাচিত করা হবে https://www.mygov.in/:- এই ওয়েবসাইটের মাধ্যমে পয়লা জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলবে।

বিজয়ীদের নাম ১৫ আগস্ট ঘোষিত হবে। তরুণ লেখক-লেখিকাদের বিখ্যাত লেখক-লেখিকারা প্রশিক্ষণ দেবেন।

তরুণ লেখক-লেখিকাদের পান্ডুলিপি ১৫ ডিসেম্বের মধ্যে প্রকাশনার জন্য তৈরি করতে হবে।

প্রকাশিত বইগুলি ২০২২এর জাতীয় যুব দিবস অর্থাৎ  ১২ জানুয়ারি উদ্বোধন করা হবে।

মেন্টরশিপ প্রকল্পে  মাসের জন্য সব লেখকদের ৫০ হাজার টাকার বৃত্তি দেওয়া হবে।

 

CG/CB/NS



(Release ID: 1722709) Visitor Counter : 447